আর কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যশোহরি আনুখা-১ পঞ্চায়েতের মানুষ কেমন আছে সেটাই আমরা তুলে ধরব। গত পাঁচ বছরে ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে। পানীয় জলের বন্দোবস্ত করার উপরেও জোর দিয়েছে পঞ্চায়েত। যদিও নিকাশী নালার জন্য ড্রেন তৈরি হলেও তা ঠিক মত সাফাই হয় না বলে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মরণ
পথবাতি লাগানো হয়েছে অধিক পরিমাণে। যদিও গ্রামের অধিকাংশ মানুষের দাবি, এখনও গ্রামে পানীয় জলের তীব্র সমস্যা আছে। বাধ্য হয়ে তাঁরা ১০ টাকা দিয়ে ২০ লিটার জল কিনে খান। খেলাধুলোর উপর জোর দেওয়া হয়েছে বিশেষ ভাবে। সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা গ্রামে গ্রামে অনেকটাই দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছেন প্রধান রুচিরা রায় ত্রিবেদি। তিনি নিজে গত পাঁচ বছরের কাজের ভিত্তিতে পঞ্চায়েতকে দশের মধ্যে সাড়ে সাত দিয়েছেন। এর কারণ ব্যাখ্যা করে বলেন, জনগনের চাহিদা অনেক। তাই যথেষ্ট কাজ হলেও এখনও অনেক চাহিদা পূরণ করা সম্ভব হয়নি।
কৌশিক অধিকারী