হোম /খবর /পূর্ব বর্ধমান /
রক্তদানের মধ্য দিয়ে পুলওয়ামার শহিদ জ‌ওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

East Bardhaman News: স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মরণ

X
title=

পুলওয়ামা কাণ্ডে শহিদ জওয়ানদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করলেন পালসিট টোল প্লাজার কর্মীরা

  • Share this:

পূর্ব বর্ধমান: পুলওয়ামার শহিদ জ‌ওয়ানদের স্মরণ করলেন পালসিট টোল প্লাজার কর্মীরা। মঙ্গলবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা সকলেই জানেন কিন্তু এই জানার মধ্যে ভারতবর্ষের কাছে অন্তত একটা বড় ফাঁক থেকে যায় কারণ ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি ভয়ঙ্কর জঙ্গি হানায় ভূস্বর্গে শহীদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেই ঘটনা মনে রেখেই মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন তোল প্লাজার কর্মীরা।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া পেরোনোর সময় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল। সেই দিনটিকে স্মরণের উদ্দেশ্যে মঙ্গলবার পালসিট টোল প্লাজার কর্মীদের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। পাশাপাশি শহিদ জওয়ানদের স্মরণ করে তাঁরা একটি অনুষ্ঠান আয়োজন করেন।

আরও পড়ুন: বেআইনি অনুপ্রবেশের চেষ্টা, ফরাক্কায় গ্রেফতার বাংলাদেশি যুবক

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের এসপি কামনাশিস সেন। তিনি পুল‌ওয়ামার শহিদ জওয়ানদের স্মরণ করার পাশাপাশি টোল প্লাজার কর্মীদের আইন মেনে নির্ভয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। জানান কেউ কোন‌ও জোর জবরদস্তি করলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে। দ্রুত অ্যাকশন নেবেন বলে জানিয়েছেন এসপি।

এদিকে পুলওয়ামা কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। তিনি বলেন,

আমাদের দুর্ভাগ্য যারা নিজেদের পরিবার ভুলে দেশকে রক্ষা করছে তাদেরকেই নিরাপত্তা দিতে পারে না কেন্দ্রীয় সরকার।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Army, CRPF, East Bardhaman news, Pulwama attack