Murshidabad News: বেআইনি অনুপ্রবেশের চেষ্টা, ফরাক্কায় গ্রেফতার বাংলাদেশি যুবক

Last Updated:

গত সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ হাতেনাতে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। তারপর সপ্তাহ ঘোরার আগেই ফের আর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হল মুর্শিদাবাদে।

মুর্শিদাবাদ: বেআইনি অনুপ্রবেশ করতে গিয়ে জেলায় ফের ধৃত এক বাংলাদেশি। মঙ্গলবার রাতে ফরাক্কার আন্দুয়া থেকে বেআইনি অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশি যুবক নুর ইসলামকে (১৮) গ্রেফতার করে পুলিশ। সূত্র মারফত খবর, ধৃতের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায়।
ধৃত ওই বাংলাদেশি যুবক মঙ্গলবার রাতে ফারাক্কার আন্দুয়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সে কেন বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই জলঙ্গিতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা অভিযোগে আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির ফরাজিপাড়ার সীমান্তবর্তী এলাকায় প্রতি বছর ধর্মীয় জালসা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিকরা তাঁদের সচিত্র পরিচয়পত্র পুলিশ দেখিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়। সেই ভিড়ের সুযোগ নিয়ে কিছু বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ছড়িয়ে পড়ে। গত ৯ ফেব্রুয়ারি এমনভাবেই ভারতে ঢোকার চেষ্টা করার সময় বিএসএফ হাতেনাতে ৮ জনকে ধরে ফেলে। তার পর এক সপ্তাহ হওয়ার আগেই আরও এক বাংলাদেশি গ্রেফতার হওয়ায় জেলা পুলিশের চিন্তা বেড়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বেআইনি অনুপ্রবেশের চেষ্টা, ফরাক্কায় গ্রেফতার বাংলাদেশি যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement