আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
এদিনের অনুষ্ঠানে, ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরামি৷ এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি । শামসুজ্জোহা বিশ্বাস ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে, এ দিন প্রায় ৩০০ জন শিল্পী তাদের প্রদর্শনে নিয়ে অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে।
advertisement
জানা গিয়েছে, হস্তশিল্পের জন্য মুর্শিদাবাদের খ্যাতি বরাবরের। সেই হস্তশিল্প এবং শিল্পীদের উৎসাহিত করতে বিশেষ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্রের পরিচালনায় দু’দিন ব্যাপী হস্তশিল্প প্রতিযোগীতার আয়োজন করা হয় মূলত। প্রায় ৩০০ জন শিল্পীর হাতে তৈরি নানান সামগ্রী প্রদর্শিত রয়েছে এই প্রতিযোগিতা কেন্দ্রে। জানা গিয়েছে সেখান থেকেই ১২ টি সামগ্রী বাছাই করা হবে।
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
হস্তশিল্প প্রতিযোগিতায় নজরকারা সামগ্রী নিয়ে পরবর্তীতে রাজ্য স্তরে অংশ নেবেন শিল্পীরা। সেখানেই বিজয়ীদের পুরস্কৃত করা হবে । তবে এবছর হস্তশিল্পদের পাট থেকে বাঁশ, কাপড়ের ওপর নকশা থেকে বেতের সামগ্রী সহ ঘর সাজানোর প্রচুর জিনিস নিয়ে হাজির ছিলেন হস্তশিল্প শিল্পীরা। প্রত্যেকেই প্রতিযোগিতা ঘিরে অত্যন্ত উৎসাহী। পাশাপাশি এই প্রতিযোগিতা ও হস্তশিল্প দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ ।
কৌশিক অধিকারী