ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর নামুপাড়া এলাকায়। শিশুর মা রুবিয়া খাতুন অভিযোগ করে জানান, প্রায় তিন মাস আগে তার শ্বশুর হাফিজুল শেখ দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তার উপর শুরু হয় চরম মানসিক ও শারীরিক অত্যাচার। অত্যাচার চালাতে না পেরে শেষ পর্যন্ত তার নিষ্পাপ তিন বছরের কন্যাকেই টার্গেট করা হয়।
advertisement
আরও পড়ুন: একটি ভিটামিনের অভাবে ফুসফুসের স্বাস্থ্যের ক্ষতি হয়, কোন ভিটামিন জানেন? জেনে সতর্ক হোন
রুবিয়ার অভিযোগ, শাশুড়ি তথা সৎ দিদা রেকসনা বিবি গজার সঙ্গে ইঁদুর মারার বিষ মাখিয়ে শিশুটিকে খেতে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এক নিষ্পাপ শিশুকে খুনের চেষ্টা মানবিকতার এমন চরম অবনমন নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
আরও পড়ুন: ঘরে ঘরে কাশি, কোনটা দূষণ থেকে আর কোনটাই বা ভাইরাল? কীভাবে বাঁচবেন? রইল ডাক্তারের পরামর্শ
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটির শারীরিক অবস্থা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। প্রশ্ন উঠছে, পারিবারিক অত্যাচারের এই ভয়াবহ পরিণতির দায় নেবে কে? প্রশাসনের কঠোর পদক্ষেপের দিকেই তাকিয়ে গোটা এলাকা। যদিও ঘটনার পর তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এই ঘটনার পরে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন হরিহরপাড়ার বাসিন্দারা ।






