Food Festival: চিলি চিকেন, মোগলাই, ফুচকা...লম্বা-চওড়া মেনু! পড়ুয়াদের এলাহি আয়োজনে রেস্তোরাঁর চেহারা নিল মুর্শিদাবাদের স্কুল, লক্ষ্য মহৎ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad Food Festival: পড়াশোনার সঙ্গে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে স্কুল। চিলি চিকেন, মোগলাই, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন পকোড়া, চিকেন ঘুগনি, সয়াবিন পকোড়া, চিকেন কষা, ফ্রাইড রাইস, পাটিসাপটা, ঝাল মুড়ি ও ফুচকাও পাওয়া যাচ্ছে স্কুলের মধ্যে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: পড়াশোনার সঙ্গে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে স্কুল। চিলি চিকেন, মোগলাই, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন পকোড়া, চিকেন ঘুগনি, সয়াবিন পকোড়া, চিকেন কষা, ফ্রাইড রাইস, পাটিসাপটা, ঝাল মুড়ি ও ফুচকাও পাওয়া যাচ্ছে স্কুলের মধ্যে। শীতের মধ্যে পিঠে পুলির সম্ভার নিয়ে হাজির হল পড়ুয়ারা।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত খিদিরপুর কলোনী নেতাজি হাই স্কুলে পড়ুয়াদের হাতের ছোঁয়ায় এক অভিনব খাদ্য মেলায় জমে উঠল স্কুল প্রাঙ্গণ। এই প্রথম স্কুলের উদ্যোগে পড়ুয়াদের তৈরি ঘরোয়া ও ফাস্টফুড খাবারকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ ফুড ফেস্টিভ্যাল। ফলে নতুন করে ছাত্র-ছাত্রীদের হাতের রান্নার জাদুতে মুখরিত সকলেই।
advertisement
advertisement
স্কুল চত্বরে সাজানো হয় একাধিক স্টল। পড়ুয়াদের তৈরি খাবারে ছিল পনির পসন্দ, মালপোয়া, পিঠে-পুলি, ব্রেড টোস্ট, ঘুগনি, ফুচকা, মশলামুড়ি, চাউমিন, চটপটি সহ নানা ধরনের মুখরোচক পদ। মোট ২২টি স্টলে ছিল স্বাদ ও বৈচিত্র্যের অনন্য সমাহার। শুধু খাবারের স্বাদেই নয়, নিজের হাতে রান্না করে তা পরিবেশন করার মধ্য দিয়ে আত্মনির্ভরতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে পড়ুয়ারা। খাদ্য মেলাকে ঘিরে স্কুল চত্বরে তৈরি হয় উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়াদের উপস্থিতিতে দিনভর ছিল ভিড় ও উচ্ছ্বাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষিকাদের মতে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনের নানা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল কর্মকাণ্ড পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশে সহায়ক বলেও জানান তাঁরা। সব মিলিয়ে পড়ুয়াদের হাতের জাদুতে খিদিরপুর কলোনী নেতাজি হাই স্কুলের খাদ্য মেলা হয়ে উঠল এক স্মরণীয় ও অনুপ্রেরণামূলক আয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 10, 2026 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Food Festival: চিলি চিকেন, মোগলাই, ফুচকা...লম্বা-চওড়া মেনু! পড়ুয়াদের এলাহি আয়োজনে রেস্তোরাঁর চেহারা নিল মুর্শিদাবাদের স্কুল, লক্ষ্য মহৎ







