পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ রেন্টু শেখ পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু রাত আটটা নাগাদ আচমকাই একটি ফোন আসে। মুম্বইয়ের স্থানীয় এক ব্যক্তি পরিবারকে জানান, রেন্টু শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই খবর শুনেই পরিবারে নেমে আসে শোক ও আতঙ্ক।
advertisement
ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির তরফে কোনও সহযোগিতার আশ্বাস মেলেনি বলে অভিযোগ পরিবারের। ভিন রাজ্য থেকে দেহ ফিরিয়ে আনা ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার। রেন্টু শেখের স্ত্রী বেবি খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “দেড় বছরের ছোট বাচ্চাকে নিয়ে এখন আমি কীভাবে সংসার চালাব?” তাঁর মা জানান, “আমাদের পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পরিবার রাজ্য সরকারের কাছে দেহ দ্রুত ফিরিয়ে আনা, উপযুক্ত তদন্ত এবং আর্থিক সহায়তার জোরাল দাবি জানিয়েছে। দেহ ফিরে আসার অপেক্ষায় পরিবারের সদস্যরা।






