Murshidabad News: ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
মুর্শিদাবাদে ভাগীরথী নদীর পাড়ে তিনদিন ব্যাপী বাউল উৎসব, অরিজিৎ সিং শুভেচ্ছা দেন, মুনসুর ফকির, কাঙাল ক্ষ্যাপা, বগা ও তার দল মাতান, নানা স্টল ও দেশি খাবারের আয়োজন.
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: অরিজিৎ সিংয়ের শহরেই এবার বসল বাউল উৎসব। গায়ক অরিজিৎ সিং নিজেও দিলেন শুভেচ্ছা ।
ইতিহাস সমৃদ্ধ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ দেবীপুর ভাগীরথী নদীর পাড়ে অনুষ্ঠিত হল তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। নদীর বাতাস, ভাটিয়ালি ঢেউ আর মানুষের প্রাণ মিলেমিশে এক অসামান্য আবহ তৈরি করল। ভাগীরথীর তীরে ফুটে উঠল গান, হাসি, আড্ডা ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। তবে গায়ক অরিজিৎ সিং উপস্থিত থাকতে না পারলেও তিনি শুভেচ্ছা দিয়েছেন এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য।
advertisement
advertisement
দোতারা, শ্রীখোলের যুগলবন্দি, বাউল-ফকিরের সুর সব মিলেমিশে হল একাকার। উৎসবে শিল্পী মুনসুর ফকির ও কাঙাল ক্ষ্যাপা ও ইন্দুবালা খ্যাত বগা ও তার দল মাতিয়ে তুললেন সবাইকেই। শুধু সঙ্গীত নয়, উৎসবের সৌন্দর্য বাড়াতে রয়েছে নানা আকর্ষনীয় স্টল, শিল্পী কলার হাতের কাজ, শান্তিনিকেতন সোনাঝুরীর গন্ধমাখা পোশাক, দেশি খাবার এর স্বাদ, সঙ্গে ভিন্নধর্মী টেন্টে বসে ভাগীরথীর অপরূপ দৃশ্য উপভোগের করেন সাধারণ মানুষ। আয়োজকরা জানিয়েছেন, ইতিহাসের শহর মুর্শিদাবাদে এইরকম বাউল উৎসব করতে পেরে আমরাও খুশি। বাউলের টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন উপস্থিত ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 9:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভাটিয়ালির সুরে ভাসছে জিয়াগঞ্জ! নিজের শহরের বাউল উৎসবে কী করলেন অরিজিৎ সিং?









