Murshidabad News: এক মেসেজেই মুশকিল আসান! জঙ্গিপুর পুলিশের গ্রামে গ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিমেষেই মিলবে সমাধান
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে গ্রামে গ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন।
জঙ্গিপুর, তন্ময় মন্ডল: সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল জঙ্গিপুর পুলিশ জেলা। গ্রামে গ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করে, একটি মেসেজের মাধ্যমেই যে কোনও সমস্যায় তড়িঘড়ি পদক্ষেপ নেবে পুলিশ। এমনই উদ্যোগ গ্রহণ করেছে জঙ্গিপুর পুলিশ জেলা। সুতি থানার অন্তর্গত কান্দুয়া এলাকায় এক সমাধান সভার আয়োজন করে কান্দুয়া আউটপোস্টের পুলিশ কর্মীরা।
এই সভায় উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ। সভায় এলাকার সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা হয় এবং বাকিগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিনের সভায় সাইবার ক্রাইম, বাল্যবিবাহ প্রতিরোধসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয় এলাকার মানুষজনকে।
advertisement
আরও পড়ুন: মিথ্যে প্রতিশ্রুতিতে আর ভরসা নেই, চাঁদা তুলে দেড় কিলোমিটার রাস্তা মেরামতে নামলেন গ্রামবাসীরা
advertisement
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, গত পাঁচ মাস ধরে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন গ্রাম ও গঞ্জে এই ধরনের কর্মসূচি চালানো হচ্ছে। এর ফলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব অনেকটাই কমেছে এবং বড় বড় সমস্যাও খুব সহজে সমাধান করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, আগামী দিনে দুটি বা তিনটি গ্রামকে একত্রিত করে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই গ্রুপে প্রত্যেকটি পরিবারের অন্তত একজন সদস্য যুক্ত থাকবেন। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরাও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি নিয়মিত তদারকি করবেন। এলাকার যে কোনও সমস্যা সামনে এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার। এই উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদী প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 10, 2026 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: এক মেসেজেই মুশকিল আসান! জঙ্গিপুর পুলিশের গ্রামে গ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিমেষেই মিলবে সমাধান








