আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় ডুব সাঁতার দিচ্ছে ছেলের দল!
মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ৬, ৭, ৯ এবং ১৩ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিয়ানের পুরপ্রধান ইনজামুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বাড়ির কাছেই তথা হাতের নাগালে চিকিৎসা পরিষেবা পেয়ে যাবে সাধারণ মানুষ। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এই চারটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। পুরবাসীদের প্রাথমিকভাবে যেকোনও শারীরিক সমস্যা হলে প্রথম অবস্থায় এই সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
advertisement
এই সুস্বাস্থ্য কেন্দ্রে সবসময়ের জন্য উপস্থিত থাকবেন এলাকার সরকারি চিকিৎসকরা। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকের পাশাপাশি সমস্ত রকম প্রাথমিক চিকিৎসার সুবিধা রাখা হবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হন। নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে পুরসভাগুলির সহযোগিতা নিয়ে বিভিন্ন এলাকায় তৈরি করে দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি। যাতে গর্ভবতী মহিলা সহ শিশুরা সেখান থেকে প্রাথমিক চিকিৎসার সুযোগ পান। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসার পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধপত্র।
কৌশিক অধিকারী





