Howrah News: ব্যস্ত রাস্তায় ডুব সাঁতার দিচ্ছে ছেলের দল!

Last Updated:

টানা বৃষ্টিতে ব্যস্ততম রাস্তা পরিণত হয়েছে আস্ত একখানা পুকুরে! সেখান দিয়ে গাড়ি চলাচলের বদলে ডুব সাঁতার দিচ্ছে ছেলের দল

+
title=

হাওড়া: এক পাল ছেলের দল জলে দাপিয়ে বেড়াচ্ছে, কেউ দিচ্ছে ডুব, আবার কেউ সাঁতার কাটছে। তবে এটা যে পুকুর নয়, ডবল লেনের রাস্তা তা বোঝার উপায় নেই। টানা বৃষ্টিতে প্রতিদিনের ব্যস্ততম রাস্তা পরিণত হয়েছে আস্ত একখানা পুকুরে। শুধু মুখের কথা নয়, রাস্তার উপর জমা জলে দিব্যি ডুুব সাঁতার দিচ্ছে ছেলের দল। এটি হাওড়া-কলকাতা সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা সাঁতরাগাছি সংলগ্ন গড়ফা রেল আন্ডার পাসের ছবি।
এই জলমগ্ন রাস্তার পাশেই আছে পুরনো সেতু। তার পাশেই এই নতুন সেতু ও আন্ডারপাস তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টি হলেই নতুন আন্ডার পাসে জল জমে যায়। বছরখানেক আগে উদ্বোধন হয়েছিল গড়ফা আন্ডারপাসের। গত তিন দিনের টানা বৃষ্টিতে সেই আন্ডারপাস এখন পুকুরের চেহারা নিয়েছে। ফলে বন্ধ যান চলাচল। বদলে সেখানে জলকেলি করছে স্থানীয় অল্প বয়সী ছেলেরা।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, নতুন তৈরি হওয়া এই আন্ডারপাসে জমা জল বের হবার উপযুক্ত নিকাশী ব্যবস্থা নেই। ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দুটি পাম্প বসিয়ে আন্ডারপাসের জল ছেঁচে বের করে দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে নতুন তৈরি আন্ডারপাসে জল নিকাশির এই বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মূলত যানজট যাতে না হয় সেই কারণেই এই আন্ডারপাস তৈরি হয়েছিল। কিন্তু বৃষ্টি হলেই সেটি চলাচলের অযোগ্য হয়ে গিয়ে আরও বেশি যানজট তৈরি করে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ব্যস্ত রাস্তায় ডুব সাঁতার দিচ্ছে ছেলের দল!
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement