তাই মালদা শহরে আর যেন কেউ গাছ না কাটেন সেই বার্তা দিতেই মালদহ শহরের মাধবনগর এর বাসিন্দা ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রী মোনালিসা ঘোষ গাছে রাখি বাধলেন। বোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন দিদি স্বাগতা সরকার। দুই বোন মিলে এদের মালদা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে একাধিক গাছে রাখি বেঁধে বৃক্ষরোপণ ও গাছ না কাটার বাট তাদের সাধারন মানুষের মধ্যে। কলেজ পড়ুয়া মোনালিসা ঘোষ বলেন, আমরা চাই শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে বিপুল পরিমাণ বৃক্ষচ্ছেদন চলছে সেটা যেন আগামী বন্ধ হয়।
advertisement
আরও পড়ুনঃ তৈরি না হওয়া হস্টেলে ওয়াইফাই কানেকশনের ভুয়ো বিল! প্রায় কোটি টাকা নয় ছয়-এর অভিযোগ
বৃক্ষচ্ছেদন বন্ধের পাশাপাশি আগামী দিনে শহরবাসী যেন বৃক্ষরোপণ করতে এগিয়ে আসে এবং নিজের নিজের বাড়ির সামনের জায়গা অন্তত একটি বৃক্ষের আশ্রয়স্থল হিসাবে দেন তার জন্য আমরা সকলকে অনুরোধ করব। এই বার্তা নিয়েই রাখি বন্ধন উৎসব উপলক্ষে মানুষকে সচেতন করতে গাছে রাখি বাঁধার পরিকল্পনা নিয়েছি। রাখি বন্ধন উপলক্ষে বৃক্ষছেদন বন্ধ ও বৃক্ষ রোপন করার শপথ নেয় দুই বোন। মালদা শহরের সাধারণ মানুষের মধ্যেও এই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে সামনে রেখেই তাদের এমন উদ্যোগ।
আরও পড়ুনঃ অনলাইন নয়, বাজারে গিয়েই রাখী কিনছেন ক্রেতারা
স্বাগতা সরকার বলেন, বোনের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। আমিও চাই শহর জুড়ে বৃক্ষ ছেদন বন্ধ হোক। সমস্ত শ্রেণীর মানুষ পরিবেশ বাঁচাতে এগিয়ে আসুক। তাই এদিন বোনকে সাথে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গাছে রাখি বেঁধেছি। শহরের মানুষ এইভাবে সচেতন হলে অনেকটাই বাঁচানো যাবে আমাদের পরিবেশ।
Harashit Singha