Malda: তৈরি না হওয়া হস্টেলে ওয়াইফাই কানেকশনের ভুয়ো বিল! প্রায় কোটি টাকা নয় ছয়-এর অভিযোগ

Last Updated:

কখনো অধ্যাপক নিয়োগে দুর্নীতি ও আর্থিক লেনদেন,কখনো কনভোকেশনের হিসাব বহির্ভূত খরচ,আবার কখনো বা শিক্ষাকর্মী ও ছাত্রদের লাগাতার আন্দোলন-শুরুর দিন থেকেই এইসব নানা বিতর্কে জেরবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

+
title=

#মালদহ : কখনো অধ্যাপক নিয়োগে দুর্নীতি ও আর্থিক লেনদেন,কখনো কনভোকেশনের হিসাব বহির্ভূত খরচ,আবার কখনো বা শিক্ষাকর্মী ও ছাত্রদের লাগাতার আন্দোলন-শুরুর দিন থেকেই এইসব নানা বিতর্কে জেরবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। কয়েক বছর আগে ক্ষমতার অপব্যবহার করে নির্মীয়মান বিশ্ববিদ্যালয় ভবন ও তৈরি না-হওয়া ছাত্রাবাসে ওয়াইফাই বসানোর ভুয়ো বিল পাস করে প্রায় দেড় কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে।সামনে আসে টেন্ডার প্রক্রিয়ার গুরুতর গোলযোগ।অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উচ্চশিক্ষা দপ্তর দোষীদের প্রয়োজনীয় শাস্তির সুপারিশও করেন। কিন্তু কোন অদৃশ্য কারণে সেই সুপারিশ এতদিন কার্যকর হয়নি। ভূতপূর্ব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়কে এই জাতীয় দুর্নীতিমুক্ত করার কাজে কড়া পদক্ষেপ নেওয়া হল মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ই সি মিটিংয়ে। যাকে নজিরবিহীন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। গৌড়বঙ্গে তদন্ত কমিটির পর তদন্ত কমিটি তৈরি হয়,কিন্তু কোন কাজ হয় না বলে দাবি একাংশের। আর ই সি মিটিং সাধারণত কলকাতাতেই হয়,মালদায় খুব কম হয়।৫ আগস্ট জারি করা একটি নির্দেশনামার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. শান্তি ছেত্রীর নির্দেশে একটি পাঁচ সদস্যের কমিটির সামনে দুই অভিযুক্ত কে ৬ আগস্ট বেলা দুটোর সময় হাজির হতে নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন- তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বর্তমানে ফিজিওলজির অধ্যাপক ড. বিপ্লব গিরি ও তৎকালীন অডিট অফিসার ও বর্তমান ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন বিনয়কৃষ্ণ হালদার। এই তদন্ত কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এক্সিকিউটিভ কাউন্সিল থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম মিটিং হয়েছে। আমার কাছে রিপোর্ট পেশ করবে। তারপর সেই বিষয়ে আলোচনা হবে। আমি সেটি এক্সিকিউটিভ কাউন্সিলে পেশ করব।
advertisement
আরও পড়ুনঃ অনলাইন নয়, বাজারে গিয়েই রাখী কিনছেন ক্রেতারা
সম্প্রতি ১১জন অধ্যাপকের বিভিন্ন বিভাগে নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়।ওয়াইফাই কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. বিপ্লব গিরির বিরুদ্ধে উচ্চশিক্ষা দপ্তরের স্থগিতাদেশ অগ্রাহ্য করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার প্রেসিডেন্ট কৃষ্ণকলি বসুর।তিনি আবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ই সি মেম্বার। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার পরবর্তী সময়ে নানা কেলেঙ্কারির অভিযোগে দৃশ্যতই কিছুটা ব্যাকফুটে একদা পার্থ ঘনিষ্ঠ এই দাপুটে অধ্যাপক নেত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের জনৈক ই সি মেম্বার বলেন,ই সি মিটিংয়ে কৃষ্ণকলি দেবী খুব অল্প থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গণপিটুনিতে মৃত্যু যুবকের, পুরনো বিবাদের জেরেই মারধর! অভিযোগ পরিবারের
অনেকসময় আগাম চিঠি দিয়ে অনুপস্থিত থাকেন।কলকাতা থেকে মালদায় এসে মিটিংয়ে অংশগ্রহণ করার তৎপরতাকে তাই কিছুটা \"সন্দেহের চোখে\" দেখছেন তিনি।তাঁর আমলে বেআইনি নিয়োগগুলিকে চাপা দেওয়ার জন্য কৃষ্ণকলি দেবীর এই তৎপরতা?নাকি ওয়াইফাই দুর্নীতি গৌড়বঙ্গের বিপুল আর্থিক কেলেঙ্কারির হিমশৈলের চূড়া মাত্র?এর উত্তর জানতে তদন্ত কমিটির পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন জেলার সকলে।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: তৈরি না হওয়া হস্টেলে ওয়াইফাই কানেকশনের ভুয়ো বিল! প্রায় কোটি টাকা নয় ছয়-এর অভিযোগ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement