Malda: অনলাইন নয়, বাজারে গিয়েই রাখী কিনছেন ক্রেতারা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বিভিন্ন ডিজাইনের রাখি বিক্রি হচ্ছে মালদহ শহরের বাজারে। রকমারি রাখির পসরা নিয়ে হাজির বিক্রেতারা। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে লাইটিং রাখী।
#মালদহ : বিভিন্ন ডিজাইনের রাখি বিক্রি হচ্ছে মালদহ শহরের বাজারে। রকমারি রাখির পসরা নিয়ে হাজির বিক্রেতারা। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে লাইটিং রাখী। আর এই আলো জ্বলা রাখী কিনতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে ক্রেতারা। অনান্য রাখীর তুলনায় এই বছর নতুন লাইট রাখী বিক্রির হিড়িক বেড়েছে। খুশি বিক্রেতারা। খোলা বাজারে ১০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা দামের রাখী বিক্রি হচ্ছে। করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর বিক্রি অনেক কমে গিয়েছিল। এই বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাখী উৎসবের আগে দোকান গুলিতে ব্যাকপ ভিড়। মালদহ শহরের বিচিত্রা মার্কেট, চিত্তরঞ্জন পৌর বাজার সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রাখী বিক্রি। স্থায়ী দোকান ছাড়াও অনেকেই অস্থায়ী রাখীর পসরা নিয়ে বসেছেন। বাজারে দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারাও রাখি কেনার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন।
advertisement
তবে অন লাইন কেনা কাটার বাজারে কিছুটা হলেও বিক্রি কমেছে। অনেকেই আবার দোকান থেকে কিনতে আগ্রহী।মাঝে দুই বছর করোনার জন্য বিক্রি তেমন হয়নি। চলতি বছরে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তবে অনলাইন কেনাকাটার যুগে অনেকেই বাজার থেকে মুখ ফিরিয়েছেন। তার প্রভাব পড়েছে মালদা শহরের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র রাখী বিক্রেতাদের মধ্যে।
advertisement
আগের তুলনায় মানুষ এখন বাজারে এসে খুব কম রাখি কিনছেন। এদের লোকসানের মুখে পড়ছেন বিক্রেতারা। কোথাও পরিবেশ বান্ধব রাখী আবার কোথাও বিভিন্ন ডিজাইনের রাখী নজর কাড়ছে ক্রেতাদের। অনলাইন কেনাকাটার দরুন বিক্রি কিছুটা হয়তো কমেছে। তবে এখনো বাজারে এসে বহু মানুষ পছন্দ করে রাখী কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
Harashit Singha
Location :
First Published :
August 10, 2022 9:05 PM IST