Malda: গণপিটুনিতে মৃত্যু যুবকের, পুরনো বিবাদের জেরেই মারধর! অভিযোগ পরিবারের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গ্রাম্য বিবাদের জেরে এক যুবককে ব্যাপক গণধোলাই দেওয়ার অভিযোগ প্রতিবেশিদের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হল জখম যুবককের।
#মালদহ : গ্রাম্য বিবাদের জেরে এক যুবককে ব্যাপক গণধোলাই দেওয়ার অভিযোগ প্রতিবেশিদের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হল জখম যুবককের। মঙ্গলবার বিকেলে মালদহের বৈষ্ণবনগর থানার পারশিবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সরিফ হোসেন (২৫)। বাড়ি বৈষ্ণবনগর থানার পারশিবপুর গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রাম্য সমস্যা নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। বিবাদের জেরে নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে যায়। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। মঙ্গলবার মৃত সরিফ হোসেন গঙ্গার চরে কাজে যায়। সেখানে তাকে ঘিরে ধরে অপর গোষ্ঠীর লোকেরা। অভিযোগ একা পেয়ে গঙ্গার চড়ে বাঁশ, লাঠি দিয়ে মারধোর করে।
গুরুতর জখম অবস্থায় গঙ্গার চড়ে দীর্ঘক্ষণ পড়েছিল ওই যুবক। আশেপাশের বাসিন্দারা খবর দেয় পরিবারের লোকেদের। পরিবারের সদস্যরা প্রথমদিকে সেখানে যাওয়ার সাহস পায়নি। বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ফেসবুকে পরিচয়ই কাল! ফাঁদে পড়ে ১৫ লক্ষ টাকা খোয়ালেন মহিলা!
হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের লোকেদের। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে দশ জনের বিরুদ্ধে বজ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে মৃতের দাদা, কুসুমুদ্দিন শেখ বলেন, আমাদের গ্রামে দুই সমাজের মধ্যে বিবাদ চলছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশের ত্রাস দেবেন্দ্রনাথ ঝাঁ-কে আজ ভুলতে বসেছেন মানুষ!
বেশ কিছু দিন ধরেই চলছে ঝামেলা। আমার ভাই আজ গঙ্গার চড়ে গিয়েছিল। সেখানে তাকে ১০ থেকে ১২ জন মিলে মারধোর করে। গণপিটুনি দেয়। জখম অবস্থায় চরে দীর্ঘক্ষণ পড়েছিল। পুলিশ গিয়ে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।
advertisement
Harashit Singha
Location :
First Published :
August 09, 2022 8:43 PM IST