পুরসভা ও প্রশাসনের নজরদারির অভাবে একের পর এক ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে আভিযোগ শহরের বাসিন্দাদের। রাস্তাগুলির ফুটপাত দখল করে ক্ষুদ্র ও ছোট ব্যাবসায়ীরা দোকান তৈরি করে নিচ্ছেন। এতে সমস্যায় পড়ছেন একাধিক বাজারের স্থায়ী ব্যাবসায়ীদের একাংশ। ফুটপাত দখল থাকায় রাস্তা পাশের দোকান গুলিতে ক্রেতারা আসছেন না।মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ, পোস্ট অফিস মোড়, নেতাজি মোড়, রথবাড়ি , সুকান্ত মোড় সহ প্রায় প্রতিটি রাস্তায় বেআইনি ফুটপাত দখল করে চলছে ব্যাবসা।
advertisement
আরও পড়ুনঃ বুজিয়ে ফেলা হয়েছিল পুকুর! ভূমি দফতরের উদ্যোগে আবার কাটা হল জলাশয়
যদিও এই বিষয়ে ব্যবস্থার নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। তিনি বলেন প্রশাসনিক স্তরের এক বৈঠকে শহরের ফুটপাত দখল মুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই বিষয়ে শীঘ্রই প্রশাসনিক কর্তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফুটপাত দখল মুক্ত হলে শুধুমাত্র ব্যাবসায়ীরা নয়, বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। এমনকি শহরের রাস্তাগুলির যানজট সমস্যার অনেকটায় সমাধান হবে, দাবি স্থানীয় থেকে ব্যবসায়ীদের।
Harashit Singha