Durga Puja 2025: মালদহে পুজো মণ্ডপে টাকার পাহাড়! কোথায়, কেন এমনটা দেখুন

Last Updated:
মালদহ শহরের সুদাম স্মৃতি সংঘের এ বছরের থিম "ভারতীয় মুদ্রা"। বর্তমান সময়ে জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই মানুষের প্রাথমিক সম্পদ টাকা বা মুদ্রা। তাই এই কাগজের টুকরোর মূল্য কে মানুষের কাছে তুলে ধরতে এমন চিন্তাভাবনা পুজো উদ্যোক্তাদের।
1/7
কোনও ব্যাংক নয় পুজোয় এই মণ্ডপে আসলে দেখতে পাবেন টাকার পাহাড়। মায়ের সাবেকি প্রতিমার চারপাশে সারি সারি সাজানো ১০ টাকা থেকে ৫০০ টাকার নোট। মালদহ শহরের সুদাম স্মৃতি সংঘের এমনই অভিনব থিম নজর কেড়েছে দর্শনার্থীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
কোনও ব্যাংক নয় পুজোয় এই মণ্ডপে আসলে দেখতে পাবেন টাকার পাহাড়। মায়ের সাবেকি প্রতিমার চারপাশে সারি সারি সাজানো ১০ টাকা থেকে ৫০০ টাকার নোট। মালদহ শহরের সুদাম স্মৃতি সংঘের এমনই অভিনব থিম নজর কেড়েছে দর্শনার্থীদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
প্রায় ৩ লক্ষ নোট দিয়ে সাজানো হয়েছে মায়ের মণ্ডপ সজ্জা। তবে আসল নয় এই নোট গুল। দিল্লী থেকে ৯০ হাজার টাকায় প্রায় ৩ লক্ষ এই সাধারণ কাগজের নোট আনা হয়েছে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
প্রায় ৩ লক্ষ নোট দিয়ে সাজানো হয়েছে মায়ের মণ্ডপ সজ্জা। তবে আসল নয় এই নোট গুল। দিল্লী থেকে ৯০ হাজার টাকায় প্রায় ৩ লক্ষ এই সাধারণ কাগজের নোট আনা হয়েছে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
মালদহ শহরের সুদাম স্মৃতি সংঘের এ বছরের থিম
মালদহ শহরের সুদাম স্মৃতি সংঘের এ বছরের থিম "ভারতীয় মুদ্রা"। বর্তমান সময়ে জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই মানুষের প্রাথমিক সম্পদ টাকা বা মুদ্রা। তাই এই কাগজের টুকরোর মূল্য কে মানুষের কাছে তুলে ধরতে এমন চিন্তাভাবনা পুজো উদ্যোক্তাদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
ক্লাব সম্পাদক সুমন ভাস্কর জানান, এর আগে এই ধরনের থিম গণেশ পুজোয় মহারাষ্ট্রে দেখেছিলাম। তবে আমরা অন্য চিন্তাভাবনা নিয়ে এই ভারতীয় মুদ্রা কে থিমের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজও অনেকে এত পরিমাণে টাকা একসাথে দেখেন নি। টাকাই জীবনের যে মূল সম্পদ তা তুলে ধরার জন্যই আমরা এই বিশেষ থিমের মাধ্যমে আকর্ষণ দিতে চেয়েছি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ক্লাব সম্পাদক সুমন ভাস্কর জানান, এর আগে এই ধরনের থিম গণেশ পুজোয় মহারাষ্ট্রে দেখেছিলাম। তবে আমরা অন্য চিন্তাভাবনা নিয়ে এই ভারতীয় মুদ্রা কে থিমের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজও অনেকে এত পরিমাণে টাকা একসাথে দেখেন নি। টাকাই জীবনের যে মূল সম্পদ তা তুলে ধরার জন্যই আমরা এই বিশেষ থিমের মাধ্যমে আকর্ষণ দিতে চেয়েছি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
ক্লাবের এক সদস্য বাপ্পা সাহা জানান,
ক্লাবের এক সদস্য বাপ্পা সাহা জানান, "প্রত্যেক বছরই কোন না কোন নতুন চমক থাকে আমাদের থিমে। এবছর দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে "রাম লালা"র আদলে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা। পাশাপাশি মায়ের চারিদিকে সাজানো হয়েছে ১০ টাকা থেকে ৫০০ টাকার লক্ষাধিক নোট। তবে এই নোটগুলো আসল নয়।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
তিনি আরও বলেন,
তিনি আরও বলেন, "সামান্য এই কাগজের টুকরো দিয়ে নির্ধারণ হয় অনেকের ভবিষ্যৎ। পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রয়োজন এবং অভাবের চাহিদাকে পূরণ করে এই কাগজের মুদ্রা। তাই মানুষের কাছে টাকার মূল্য এবং প্রয়োজনের অন্যতম সম্পদ হিসেবে তুলে ধরতে এই তাদের এই থিমের চিন্তা ভাবনা।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
বর্তমানে মুদ্রার মূল্য ছাড়া অচল জীবনের একটি মুহূর্ত। পৃথিবীর সমস্ত দেশে এই মুদ্রার প্রয়োজন অতুলনীয়। তাই মুদ্রাকে মানুষের কাছে বিশেষভাবে তুলে ধরে সময় এবং প্রয়োজনে তার ব্যবহারের বার্তা তুলে ধরতেই এমন অভিনব উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বর্তমানে মুদ্রার মূল্য ছাড়া অচল জীবনের একটি মুহূর্ত। পৃথিবীর সমস্ত দেশে এই মুদ্রার প্রয়োজন অতুলনীয়। তাই মুদ্রাকে মানুষের কাছে বিশেষভাবে তুলে ধরে সময় এবং প্রয়োজনে তার ব্যবহারের বার্তা তুলে ধরতেই এমন অভিনব উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement