বাংলা ভাষা উচ্চারিত হলে... আলোকসজ্জা নয়, বাংলা বর্ণমালার আলোয় উদ্ভাসিত মণ্ডপ

Last Updated:

সাদা চক দিয়ে শতাধিক কালো সিলেটে লেখা বাংলা বর্ণমালা। আজও উচ্চ শিক্ষার পর‌ও অনেকের কাছে অজানা বাংলার এই বর্ণ পরিচয়। আধুনিক যুগে ইংরাজি শব্দের অতিরিক্ত ব্যবহারের ফলে বাংলা বর্ণমালার সঠিক ব্যবহার ভুলতে বসেছেন বর্তমান প্রজন্মের অনেকে। তাই এবারে বর্তমান প্রজন্মের কাছে বর্ণমালার ব্যবহার তুলে ধরতে মালদা সিমপ্যাথেটিক ক্লাবের থিম "সহজ পাঠ ও বর্ণ পরিচয়"।

+
মালদা

মালদা সিমপ্যাথেটিক ক্লাবের থিম "সহজ পাঠ ও বর্ণ পরিচয়"

মালদহ: পুজো মণ্ডপ নয় যেন প্রাথমিক বিদ্যালয়। মালদহের এই মণ্ডপে এলে অনুভূতি মিলবে ক্লাসরুমের। বাংলা লিপির সমস্ত অক্ষর সাজানো রয়েছে গোটা মণ্ডপ সজ্জা জুড়ে। কাঠের সিলেটে বড় বড় হরফে লেখা বাংলা বর্ণমালা। আধুনিক যুগে ইংরাজি শব্দের অতিরিক্ত ব্যবহারের ফলে বাংলা লিপির বর্ণমালার সঠিক ব্যবহার ভুলতে বসেছেন বর্তমান প্রজন্মের অনেকে। তাই এবারে বর্তমান প্রজন্মের কাছে বর্ণমালার সঠিক ব্যবহার তুলে ধরতে মালদা সিমপ্যাথেটিক ক্লাবের থিম ‘সহজ পাঠ ও বর্ণ পরিচয়’।
ক্লাবের সহ-সম্পাদক কার্তিক দত্ত বলেন, ‘প্রতিবছরই কোনও সামাজিক গ্রহণযোগ্য বার্তা দিতে থিম তৈরি করা হয়। শহরের নামিদামি থিমের বাজেট না হলেও মাত্র আড়াই লক্ষ টাকা বাজেটে তাঁদের এই থিম। বর্তমান আধুনিক যুগে মানুষ নিজেদের ভাষা এবং বর্ণ পরিচয়ের সঠিক ব্যবহার ভুলতে বসেছেন। বর্তমানে পথচলতি যে কোন সাধারণ মানুষ কে বাংলা সহজ পাঠের বর্ণমালা জিজ্ঞেস করলে বলতে পারেন না। তবে ইংরাজি বর্ণমালা সহজে বলতে পারেন।’ তাই বর্তমান প্রজন্মের কাছে বাংলা বর্ণমালার ব্যবহার কে সঠিকভাবে ব্যবহারযোগ্য করে তুলতে থিমের মাধ্যমে তাঁদের এই বিশেষ বার্তা।
advertisement
আরও পড়ুন : ২০২৬ সালের দুর্গাপুজো কবে? আগামী বছর দশভুজার আগমন ও গমন কীভাবে? জানুন পরের দুর্গোৎসবের দিনক্ষণ, শুভ মুহূর্ত ও নির্ঘণ্ট!
প্রতিবছরই সামান্য বাজেটে তাদের বার্তামূলক থিম হয়ে থাকে। এবছর শিক্ষামূলক বার্তা নিয়ে তাঁদের এই নতুন থিম নজর কেড়েছে জেলাবাসীর। বর্তমান প্রজন্মের কাছে ইংরাজি শব্দের ব্যবহারের দাপটে মাতৃভাষার বর্ণমালার ব্যবহার কমেছে। যার ফলে অনেক ক্ষেত্রেই ভুল বানান এবং শব্দের সঠিক ব্যবহার আজও অজানা অনেকের কাছে। তাই বর্তমান প্রজন্মের দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে এলে মাতৃভাষার আসল বর্ণপরিচয় কে জানতে পারবেন এবং কিছুটা হলেও থিমের মাধ্যমে বর্ণপরিচয় জেনে শিক্ষিত হবেন বলে দাবি পুজো উদ্যোক্তাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাংলা ভাষা উচ্চারিত হলে... আলোকসজ্জা নয়, বাংলা বর্ণমালার আলোয় উদ্ভাসিত মণ্ডপ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement