Durga Puja 2025: রাস্তার ফুটপাথ এবারে পুজো মণ্ডপে! এই মণ্ডপে এলে জানতে পারবেন তাঁদের কাহিনি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
ফুটপাত মানুষের যাতায়াতের জন্য হলেও এই ফুটপাত অনেকে জীবনের বেঁচে থাকার উৎস। বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা উন্নত হলেও। আজও একই অবস্থায় ফুটপাতের জীবন যাত্রা।
মালদহ, জিএম মোমিন: কেউ সাজিয়েছেন খাবার ও চায়ের দোকান তো কেউ বিক্রি করছেন কাপড়। আবার কেউ ভিন রাজ্যে কাজে গিয়ে মাথায় ছাদ না পেয়ে নিয়েছেন আশ্রয়। ফুটপাতের বাস্তব জীবনের এমনই একাধিক কাহিনী তুলে ধরে মালদহে সাজান হয়েছে মায়ের মণ্ডপসজ্জা। মডেলের মাধ্যমে ফুটপাত জীবনের প্রতি ছবি তুলে ধরে মালদহের দিলীপ স্মৃতি সংঘের এবারের থিম “ফুটপাত ই জীবন”। এই ফুটপাতে বসে অনেকে রোজগার করেন আবার রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে এই ফুটপাতেই আশ্রয় খুঁজেন বহু শ্রমিকরা।
ফুটপাত মানুষের যাতায়াতের জন্য হলেও এই ফুটপাত অনেকে জীবনের বেঁচে থাকার উৎস। বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা উন্নত হলেও। আজও একই অবস্থায় ফুটপাতের জীবন যাত্রা। তাই সেই ফুটপাতের বাস্তব জীবনের কাহিনী বর্তমান সমাজের কাছে তুলে ধরতে এমন চিন্তাভাবনা পুজো উদ্যোক্তাদের।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
পুজো উদ্যোক্তা বিষ্ণু কুমার দাস জানান, এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের এই পুজো। প্রতিবছরই সামাজিক বার্তা দিতে এবং নতুন চমক দিতে তাঁদের পুজো মণ্ডপ সাজান হয়। এ বছর তাঁদের থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফুটপাতের বাস্তব জীবনের কাহিনী। কিভাবে ফুটপাতে পিছিয়ে পড়া মানুষজন অসহায় দুস্থ অবস্থায় দিন যাপন করেন। সেই সমস্ত বিষয়গুলো মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই থিমে।
advertisement
শুধু তাই নয় মা চন্ডী রূপে দুর্গা মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। স্থানীয় নামকরা মৃৎশিল্পী দ্বারা প্রতিমার কাজ করানো হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে তাদের এই থিমে আলোকসজ্জা এবং মডেলের কাজ করা হয়েছে। ষষ্ঠীর দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। নবমীতে আরও দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
September 30, 2025 10:31 AM IST