Malda News: বুজিয়ে ফেলা হয়েছিল পুকুর! ভূমি দফতরের উদ্যোগে আবার কাটা হল জলাশয়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বেআইনি ভাবে জলাশয় ভরাট চলছিল। আইন মেনে সেই জমি পূনরায় সংস্কার করে জলাশয়ে পরিবর্তন শুরু করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে আইনী পদক্ষেপ। কাগজে কলমে জলাশয়। তারপরেও সেই পুকুর ভরাটের চেষ্টা জমি মালিকের।
#মালদহ : বেআইনি ভাবে জলাশয় ভরাট চলছিল। আইন মেনে সেই জমি পূনরায় সংস্কার করে জলাশয়ে পরিবর্তন শুরু করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে আইনী পদক্ষেপ। কাগজে কলমে জলাশয়। তারপরেও সেই পুকুর ভরাটের চেষ্টা জমি মালিকের। এক বারে নয়, গত কয়েক বছর ধরে ধাপে ধাপে বিশাল পুকুর মাটি ফেলে ভরাটের চেষ্টা করছিলেন অভিযুক্ত জমি মাফিয়া। খবর পেয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফ থেকে সতর্ক করা হয়। কিন্তু তারপরেও কর্ণপাত করেননী অভিযুক্ত।
অবশেষে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভরাট করা মাটি কাটার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। পুলিশি নিরাপত্তায় শুরু হল পুকুর সংস্কারের কাজ৷ দ্রুত পুকুর সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানাচ্ছেন বিএলআরও৷ মালদহের ইংরেজবাজার শহর সংলগ্ন বাগবাড়ি এলাকার ঘটনা। এই এলাকায় রাজ্য সড়কের ধারে কয়েক মাস ধরে একটি জলাজমি ভরাট হচ্ছিল। বিষয়টি নজরে আসে প্রশাসনের।
advertisement
আরও পড়ুনঃ হস্টেল-সহ নানা দাবিতে এবার আন্দোলনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
ওই পুকুরের মালিককে নোটিশ করে বারবার পুকুর সংস্কার করতে বলা হয় প্রশাসনের তরফে। কিন্তু পুকুর সংস্কার করা হয়নি। উলটে কিছুদিন পর থেকে ফের জলা ভরাটের কাজ শুরু হয়। বাধ্য হয়ে সাবির শেখ ও নজরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এসআইআর দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। গত শনিবার সেই পুকুর সংস্কার করতে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলার হস্তশিল্পকে তুলে ধরতে চলছে মেলা, রয়েছে প্রতিযোগিতাও
সেই খবর পৌঁছে যায় জমি মাফিয়াদের কাছেও। প্রথমে পুকুর খনন করতে যাওয়ার রাস্তায় লরি দাঁড় করিয়ে রেখে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে খালি হাতে ফিরতে হয় প্রশাসনিক আধিকারিকদের। বৃহস্পতিবার ফের বিশাল পুলিশ বাহিনী ও এমভিআই দফতরের সহায়তার এসকেভটর ও ট্র্যাক্টর নিয়ে ঘটনাস্থলে হাজির হন প্রশাসনিক আধিকারিকরা৷ অবশেষে শুরু হয় পুকুর সংস্কারের কাজ৷আগামী দিনেও পুলিশ পহারায় চলবে পুকুর সংস্কার।
advertisement
Harashit Singha
Location :
First Published :
November 11, 2022 4:54 PM IST