Malda News: জেলার হস্তশিল্পকে তুলে ধরতে চলছে মেলা, রয়েছে প্রতিযোগিতাও
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জেলার হস্তশিল্পীদের উৎসাহ প্রদানে ও বিভিন্ন হস্তশিল্পকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে মালদহ জেলা শিল্প কেন্দ্রে দুইদিন ব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক শিল্পী তাদের নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহন করেন এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে।
#মালদহ : জেলার হস্তশিল্পীদের উৎসাহ প্রদানে ও বিভিন্ন হস্তশিল্পকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে মালদহ জেলা শিল্প কেন্দ্রে দুইদিন ব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মালদহ জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক শিল্পী তাদের নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে অংশগ্রহন করেন এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের সহযোগিতা ও মালদহ জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত এই জেলা স্তর হস্তশিল্প প্রতিযোগিতা প্রদর্শনী।
১০ এবং ১১ নভেম্বর চলবে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। মালদহ জেলা শিল্প কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন। বৃহস্পতিবার দুপুরে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করা হয় প্রর্দশনী ও প্রতিযোগিতার।মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলাশাসক( ভূমি ও ভূমি সংস্কার) শম্পা হাজরা, মালদহ জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মন্ডল, সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা। বাড়ির ব্যবহারিক প্রয়োজনীয় সামগ্রী কাঠ, বাঁশ, বেত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী, ছবি মডেল সহ বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন জেলার শিল্পী।
advertisement
আরও পড়ুনঃ গাছের সঠিক বৃদ্ধি পেতে মাটির টবেই গাছ লাগান ছাদ বাগানে
শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে দুই দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করা হয় মালদহ জেলা শিল্প কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার ১২৫ জন ক্ষুদ্র ও কুটির শিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। চার শতাধিক সামগ্রী শিল্পীরা নিয়ে এসেছেন। চারটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মালদহ জেলায় যায়া ভাল ফল করবেন , তাঁরা রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য মনোনীত হবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাড়া বাড়িতে চলছিল পঞ্চায়েত অফিস! অবশেষে মিলছে নতুন ভবন
মালদহ জেলা থেকে মোট ১২ জন শিল্পী রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাবে। মালদহ জেলা ক্ষুদ্র ও কুটির শিল্পীদের নিয়ে আয়োজিত এই ধরনের প্রতিযোগিতা ও প্রদর্শনীর ফলে উপকৃত হচ্ছেন বহু শিল্পী। তারা তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের কাছে সহজে তুলে ধরতে পারছেন।
advertisement
Harashit Singha
Location :
First Published :
November 10, 2022 6:44 PM IST