Malda News: গাছের সঠিক বৃদ্ধি পেতে মাটির টবেই গাছ লাগান ছাদ বাগানে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শীতে ছাদ বাগান তৈরির নেশা অনেকের। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতেও অনেকেই শীতে মরশুমি ফুল ও পাতা বাহারের গাছ ছাদে বা বেলকুনিতে লাগান। বিভিন্ন প্রজাতির গাছ লাগানো জন্য প্রয়োজন টব। ছাদ বাগান তৈরির জন্য দুর্গা পুজোর পর থেকেই মালদহের বাজারে বিক্রি শুরু হয়েছে মাটির টব।
#মালদহ : শীতে ছাদ বাগান তৈরির নেশা অনেকের। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতেও অনেকেই শীতে মরশুমি ফুল ও পাতা বাহারের গাছ ছাদে বা বেলকুনিতে লাগান। বিভিন্ন প্রজাতির গাছ লাগানো জন্য প্রয়োজন টব। ছাদ বাগান তৈরির জন্য দুর্গা পুজোর পর থেকেই মালদহের বাজারে বিক্রি শুরু হয়েছে মাটির টব। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় একাধিক দোকান রয়েছে মাটির পাত্রের। এখন শীতের মরশুমে দোকান গুলিতে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন আকারের মাটির টব।
আগামী কয়েক দিনের মধ্যে বিক্রি আরো বাড়বে এমনটায় দাবি বিক্রেতাদের। বর্তমানে বাজারে প্ল্যাস্টিকের টব বিক্রি হচ্ছে। অনেকেই কিনছেন প্ল্যাস্টিকের এই টব। কারণ প্ল্যাস্টিকের টব দীর্ঘদিন থেকে যায়। সহজে ভেঙে যায়না। এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সহজে। তবে প্ল্যাস্টিকের টবে গাছের বৃদ্ধি ভালো হয়না ,দাবি বিক্রেতাদের। তাই প্লাস্টিকের টব বাজারে আসলেও বিক্রি কিন্তু কমেনি মাটির টবের।
advertisement
আরও পড়ুনঃ বোনেদের মঙ্গল কামনায় মালদহে মহাসমারহে হল বোন ফোঁটা
গাছের সঠিক বৃদ্ধির জন্য মানুষ এখনো মাটির তৈরী টব বেশি করে কিনছেন। শুধু মাত্র সাধারণ টব নয়, এখন বাজারে বিভিন্ন আকারের ও ডিজাইনের টবের চাহিদা বেড়েছে। চৌক থেকে গোলাকার, প্রদীপের আকারের , ছয় কোণ বিশিষ্ট টব বিক্রি হচ্ছে। আবার ঝুলন্ত মাটির টব বিক্রি হচ্ছে। সাধারণ টবের থেকে সৌখিন টব এখন মানুষ বেশি করে কিনছেন। বিভিন্ন ডিজাইনের টবের দামেও ফারাক রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত যুবকের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
সাধারণ টবের থেকে ডিজাইন টবের দাম বেশি। বাজারে ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত দামে মাটির টব বিক্রি হচ্ছে।এই মরশুমে টবের চাহিদা বৃদ্ধি পায়, তার বিক্রেতা ও কুমোর শিল্পীরা আগে থেকেই মজুত ও তৈরির কাজ শুরু করেন। শীত বৃদ্ধির সঙ্গে টবের চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পাবে দাবি বিক্রেতাদের।
advertisement
Harashit Singha
Location :
First Published :
November 09, 2022 4:37 PM IST