Malda News: হস্টেল-সহ নানা দাবিতে এবার আন্দোলনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

Last Updated:

এখনো চালু হয়নি হস্টেল। দূর দূরান্তের পড়ুয়ারা এসে সমস্যায় পড়ছেন। গবেষক থেকে স্নাতকোত্তর করতে আসা পড়ুয়ারা শহরের বিভিন্ন প্রান্তে থাকছেন। পড়াশোনা ও গবেষণার কাজে সমস্যা তৈরি হচ্ছে মেসবাড়ি বা ভাড়াবাড়িতে থাকায়।

+
title=

#মালদহ : এখনো চালু হয়নি হস্টেল। দূর দূরান্তের পড়ুয়ারা এসে সমস্যায় পড়ছেন। গবেষক থেকে স্নাতকোত্তর করতে আসা পড়ুয়ারা শহরের বিভিন্ন প্রান্তে থাকছেন। পড়াশোনা ও গবেষণার কাজে সমস্যা তৈরি হচ্ছে মেসবাড়ি বা ভাড়াবাড়িতে থাকায়। এমনকি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই কোন ক্যান্টিন। একাধিক বিষয়ের নিজস্ব ভবন নেই, ল্যাব নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুবার সমস্যা গুলির সমাধানের আশ্বাস দিয়েছেন পড়ুয়াদের। কিন্তু কোন সুরাহা হয়নি। এমনি সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহক করেনি বলে অভিযোগ।
পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টেল তৈরির কাজ দীর্ঘদিন আগেই সম্পূর্ণ হয়েছে। তারপরেও চালু করার কোন উদ্যোগ নিচ্ছে না। বিশেষ করে মহিলাদের হস্টেল। সমস্যার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠনের গবেষক সংগঠনের পক্ষ থেকে মোট ১৩ দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় উপাচার্যের কাছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়ারা বৃহস্পতিবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়।
advertisement
আরও পড়ুনঃ বুজিয়ে ফেলা হয়েছিল পুকুর! ভূমি দফতরের উদ্যোগে আবার কাটা হল জলাশয়
গবেষকদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে গিয়ে তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরে একটি ডেপুটেশন দেয়। তাঁদের দাবি গুলির মধ্যে রয়েছে, গবেষকদের পরিচয়পত্র প্রদান করতে হবে। গবেষকদের জন্য দ্রুত হস্টেল চালু করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যান্টিন চালু করতে হবে। একাধিক বিষয়ের নিজস্ব ভবন নেই, তাই দ্রুত ভাষা ভবন চালু করতে হবে। এছাড়াও লাইব্রেরির পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবির ডেপুটেশন দেওয়া হয়। গবেষকদের দাবি, এদিন উপাচার্য তাঁদের একাধিক দাবি মেনে নিয়ে দ্রুত সমস্যা গুলির সমাধানের আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: হস্টেল-সহ নানা দাবিতে এবার আন্দোলনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement