TRENDING:

Durga Puja 2025: রাস্তার ফুটপাথ এবারে পুজো মণ্ডপে! এই মণ্ডপে এলে জানতে পারবেন তাঁদের কাহিনি

Last Updated:

ফুটপাত মানুষের যাতায়াতের জন্য হলেও এই ফুটপাত অনেকে জীবনের বেঁচে থাকার উৎস। বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা উন্নত হলেও। আজ‌ও একই অবস্থায় ফুটপাতের জীবন যাত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কেউ সাজিয়েছেন‌ খাবার ও চায়ের দোকান তো কেউ বিক্রি করছেন কাপড়।‌ আবার কেউ ভিন রাজ্যে কাজে গিয়ে মাথায় ছাদ না পেয়ে নিয়েছেন আশ্রয়। ফুটপাতের বাস্তব জীবনের এমনই একাধিক কাহিনী তুলে ধরে মালদহে সাজান হয়েছে মায়ের মণ্ডপসজ্জা। মডেলের মাধ্যমে ফুটপাত জীবনের প্রতি ছবি তুলে ধরে মালদহের দিলীপ স্মৃতি সংঘের এবারের থিম “ফুটপাত ই জীবন”। এই ফুটপাতে বসে অনেকে রোজগার করেন আবার রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে এই ফুটপাতেই আশ্রয় খুঁজেন বহু শ্রমিকরা।
advertisement

ফুটপাত মানুষের যাতায়াতের জন্য হলেও এই ফুটপাত অনেকে জীবনের বেঁচে থাকার উৎস। বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা উন্নত হলেও। আজ‌ও একই অবস্থায় ফুটপাতের জীবন যাত্রা। তাই সেই ফুটপাতের বাস্তব জীবনের কাহিনী বর্তমান সমাজের কাছে তুলে ধরতে এমন চিন্তাভাবনা পুজো উদ্যোক্তাদের।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

পুজো উদ্যোক্তা বিষ্ণু কুমার দাস জানান, এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের এই পুজো। প্রতিবছরই সামাজিক বার্তা দিতে এবং নতুন চমক দিতে তাঁদের পুজো মণ্ডপ সাজান হয়। এ বছর তাঁদের থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফুটপাতের বাস্তব জীবনের কাহিনী। কিভাবে ফুটপাতে পিছিয়ে পড়া মানুষজন অসহায় দুস্থ অবস্থায় দিন যাপন করেন। সেই সমস্ত বিষয়গুলো মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই থিমে।

advertisement

View More

আরও পড়ুনLondon Durga Puja: লন্ডনের শারদ উৎসবে জন্ম শতবর্ষে মহানায়ক উত্তম কুমারের ওয়াল অফ ফেম,সাজছে চন্দননগরের আলোয়

শুধু তাই নয় মা চন্ডী রূপে দুর্গা মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। স্থানীয় নামকরা মৃৎশিল্পী দ্বারা প্রতিমার কাজ করানো হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে তাদের এই থিমে আলোকসজ্জা এবং মডেলের কাজ করা হয়েছে। ষষ্ঠীর দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। নবমীতে আরও দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: রাস্তার ফুটপাথ এবারে পুজো মণ্ডপে! এই মণ্ডপে এলে জানতে পারবেন তাঁদের কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল