ফুটপাত মানুষের যাতায়াতের জন্য হলেও এই ফুটপাত অনেকে জীবনের বেঁচে থাকার উৎস। বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা উন্নত হলেও। আজও একই অবস্থায় ফুটপাতের জীবন যাত্রা। তাই সেই ফুটপাতের বাস্তব জীবনের কাহিনী বর্তমান সমাজের কাছে তুলে ধরতে এমন চিন্তাভাবনা পুজো উদ্যোক্তাদের।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পুজো উদ্যোক্তা বিষ্ণু কুমার দাস জানান, এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের এই পুজো। প্রতিবছরই সামাজিক বার্তা দিতে এবং নতুন চমক দিতে তাঁদের পুজো মণ্ডপ সাজান হয়। এ বছর তাঁদের থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফুটপাতের বাস্তব জীবনের কাহিনী। কিভাবে ফুটপাতে পিছিয়ে পড়া মানুষজন অসহায় দুস্থ অবস্থায় দিন যাপন করেন। সেই সমস্ত বিষয়গুলো মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই থিমে।
শুধু তাই নয় মা চন্ডী রূপে দুর্গা মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। স্থানীয় নামকরা মৃৎশিল্পী দ্বারা প্রতিমার কাজ করানো হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে তাদের এই থিমে আলোকসজ্জা এবং মডেলের কাজ করা হয়েছে। ষষ্ঠীর দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। নবমীতে আরও দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।