পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম কামাল মমিন (১৯)। বাড়ি মালদহের কালিয়াচক থানার ভাগলপুর গ্রামে। এদিন ধৃত যুবক একটি ব্যাগের মধ্যে ফেনসিডিল গুলি নিয়ে যাচ্ছিল। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৭৭ বোতল ফেনসিডিল। উদ্ধার ফেনসিডিল গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল অভিযুক্ত যুবক।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে চড়াও হয়ে বৌদিকে এলোপাথাড়ি ভোজালির কোপ! চাঞ্চল্য ইংরেজবাজারে!
মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে মূলত মাদক পাচার চক্রের করিডর। এপার থেকে মূলত বাংলাদেশে নিষিদ্ধ ফেনসিডিল ব্যাপক পরিমাণে পাচার করা হয়ে থাকে। অভিযুক্ত যুবক ফেনসিডিল গুলি বাংলাদেশে পাচারের জন্যই মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মাদক সহ ধৃতকে গ্রেফতর করে।
আরও পড়ুনঃ জল থৈ থৈ বোরো ধানের জমি! লাগাতার ঝড় বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের
ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই মাদক পাচার চক্রের সাথে আরো অন্য কোন পাচারকারীর যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানায় ইংরেজবাজার থানার পুলিশ।
Harashit Singha






