TRENDING:

Malda News: মালদহে পোস্ট অফিস মোড় থেকে সরানো হল বড়দিনের কার্নিভাল

Last Updated:

আর নয় শহরের রাস্তায়, যানজট সমস্যার কথা মাথায় রেখে এবার থেকে বড়দিনের কার্নিভালের অনুষ্ঠান বৃন্দাবনি ময়দানে। শুরু থেকেই শহরের পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়ে এসেছে বড় দিনের অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : আর নয় শহরের রাস্তায়, যানজট সমস্যার কথা মাথায় রেখে এবার থেকে বড়দিনের কার্নিভালের অনুষ্ঠান বৃন্দাবনি ময়দানে। শুরু থেকেই শহরের পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়ে এসেছে বড় দিনের অনুষ্ঠান। এই বছরেও শুরু হয়েছিল পোষ্ট অফিস মোড়ে মঞ্চ তৈরির কাজ। তবে প্রশাসনিক এক বৈঠকে যানজট সমস্যার কথা উঠে আসায় পরিবর্তন করা হয় জায়গা। প্রশাসনিক কর্তাদের সিধান্তে এবার থেকে শহরের বৃন্দাবনি ময়দানে অনুষ্ঠিত হবে কার্নিভালের অনুষ্ঠান। শুক্রবার জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভার মধ্যে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বড় দিনের কার্নিভালের অনুষ্ঠান নিয়ে।
advertisement

বৈঠকের সিদ্ধান্তর পর পোষ্ট অফিস মোড় থেকে খোলা হয় কার্নিভালের মঞ্চ।গত কয়েক বছর ধরে ইংরেজবাজার পুরসভার ঊদ্যোগে এই কার্নিভালের অনুষ্ঠান হচ্ছে মালদহ শহরে। পঁচিশে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, কার্নিভাল উপলক্ষে সেজে ওঠে মালদহ শহরের একাধিক রাস্তা। শহরের পোস্ট অফিস মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত আলোক শয্যায় সাজিয়ে তোলা হয় পুরসভার পক্ষ থেকে। কার্নিভালের অনুষ্ঠান চলাকালীন এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করা হতো।

advertisement

আরও পড়ুনঃ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদহে! গ্রেফতার তিন

শহরের মূল রাস্তা হওয়ায় চরম সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। এমনকি ব্যবসায়ীরাও নানান সমস্যায় পড়তেন। তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখে চলতি বছর থেকে সরিয়ে নেওয়া হল কার্নিভালের অনুষ্ঠান। বৃন্দাবনে ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। গোটা মাঠ পাশাপাশি আশেপাশে রাস্তাগুলিকে কার্নিভালের অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হবে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মালদহ শহরের পোস্ট অফিস মোড় হচ্ছে জাংশন প্লেস।

advertisement

View More

আরও পড়ুনঃ জেলা প্রশাসনিক ভবনের সামনে চালু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত ক্যান্টিন

কার্নিভাল অনুষ্ঠিত হলে যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কার্নিভালের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্নিভাল অনুষ্ঠিত হবে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে।প্রতিবছরের মতো এবছরও কার্নিভালের অনুষ্ঠান সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে। থাকছে বিভিন্ন চমক। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এ বছরও বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে নানান সংস্কৃতিক অনুষ্ঠান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মালদহে পোস্ট অফিস মোড় থেকে সরানো হল বড়দিনের কার্নিভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল