বৈঠকের সিদ্ধান্তর পর পোষ্ট অফিস মোড় থেকে খোলা হয় কার্নিভালের মঞ্চ।গত কয়েক বছর ধরে ইংরেজবাজার পুরসভার ঊদ্যোগে এই কার্নিভালের অনুষ্ঠান হচ্ছে মালদহ শহরে। পঁচিশে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, কার্নিভাল উপলক্ষে সেজে ওঠে মালদহ শহরের একাধিক রাস্তা। শহরের পোস্ট অফিস মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত আলোক শয্যায় সাজিয়ে তোলা হয় পুরসভার পক্ষ থেকে। কার্নিভালের অনুষ্ঠান চলাকালীন এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করা হতো।
advertisement
আরও পড়ুনঃ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদহে! গ্রেফতার তিন
শহরের মূল রাস্তা হওয়ায় চরম সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। এমনকি ব্যবসায়ীরাও নানান সমস্যায় পড়তেন। তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখে চলতি বছর থেকে সরিয়ে নেওয়া হল কার্নিভালের অনুষ্ঠান। বৃন্দাবনে ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। গোটা মাঠ পাশাপাশি আশেপাশে রাস্তাগুলিকে কার্নিভালের অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হবে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মালদহ শহরের পোস্ট অফিস মোড় হচ্ছে জাংশন প্লেস।
আরও পড়ুনঃ জেলা প্রশাসনিক ভবনের সামনে চালু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত ক্যান্টিন
কার্নিভাল অনুষ্ঠিত হলে যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কার্নিভালের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্নিভাল অনুষ্ঠিত হবে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে।প্রতিবছরের মতো এবছরও কার্নিভালের অনুষ্ঠান সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে। থাকছে বিভিন্ন চমক। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এ বছরও বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে নানান সংস্কৃতিক অনুষ্ঠান।
Harashit Singha