সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের রাত্রি নিবাস ভবনে এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফিতে কেটে উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা, পুরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল-সহ অন্যান্য কাউন্সিলর ও মেডিক্যাল কলেজের কর্তারা।
আরও পড়ুন : অবাক শিশু! মাত্র ৫ বছর বয়সেই ১৯৫ টি দেশের রাজধানীর নাম মুখস্থ!
advertisement
রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি পুরসভায় মা ক্যান্টিন চালু করা হয়েছিল। মালদহের ইংরেজবাজার পুরসভা এলাকাতেও রয়েছে একটি মা ক্যান্টিন। সেখানে শহরের সাধারণ দুঃস্থ পরিবার থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর মানুষ নিয়মিত ৫ টাকার বিনিময়ে ডিম ভাত খাচ্ছেন। এ বার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মা ক্যান্টিন খোলা হল।
আরও পড়ুন : আজ কলকাতায় কখন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জানুন সেই মহাজাগতিক ঘটনার সময়
প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা পরিষেবার জন্য। রোগী নিয়ে এসে খাবার খেতে অনেকেই সমস্যায় পড়েন। তাই রোগীর আত্মীয়দের সুবিধার জন্য এই উদ্যোগ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুপুর ১২ থেকে ২.৩০ পর্যন্ত এখানে খাবার পাওয়া যাবে। পাঁচ টাকার বিনিময়ে বসে ডিম ভাত খেতে পারবেন। নিয়মিত খোলা থাকবে এই ক্যান্টিন। পুরসভার উদ্যোগে চলবে এটি।