TRENDING:

Durga Puja 2025 : মালদহে দুর্গাপুজোর থিম আর প্রতিমায় চমকের মেলা! কোন কমিটির হাতে এল বিশ্ব বাংলা শারদ সম্মান?

Last Updated:
Durga Puja 2025 : কেউ চমক দিয়েছে থিমে, কারওর চমক প্রতিমায়। কেউ আবার এগিয়ে অন্য বিষয়ে। মালদহের কোন কোন কমিটির হাতে এল বিশ্ব বাংলা শারদ সম্মান?
advertisement
1/7
চমক থিমে, দারুণ প্রতিমা! মালদহের কোন কমিটি এবার রাজ করেছে? জেনে রাখুন...
রাজ্য সরকারের বিশেষ সম্মানে পুরস্কৃত হল মালদহ জেলার ১২ টি দুর্গাপুজো কমিটি। সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সমাজ সচেতনতার জন্য জেলার ১২ টি দুর্গাপুজো কমিটিকে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়।<strong> (ছবি ও তথ্য: জিএম মোমিন)</strong>
advertisement
2/7
বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ সেরা পুজোর জন্য জেলার ৩ টি দুর্গাপুজোকে সন্মান জানান হয় জেলা প্রশাসনের তরফে। প্রান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব, মালদা কৃষ্ণকালীতলা কল্যাণ সমিত ও গ্রন্থাগার, শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই তিনটি দুর্গাপুজোকে সেরা পুজোর জন্য পুরস্কৃত করা হয়।
advertisement
3/7
জেলার প্রতিটি দুর্গাপুজো পরিদর্শনের পর বিচারক প্রতিনিধিদের দ্বারা পুজো, মণ্ডপ, প্রতিমা, সমাজ সচেতনতা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এই ১২ টি দুর্গাপুজোকে বেছে নেওয়া হয় রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মানের জন্য।
advertisement
4/7
সেরা প্রতিমার তালিকায় জায়গা করে নেয় ১২ নং ওয়ার্ড পুরাটুলী সার্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটি, সুদাম স্মৃতি সংঘ, চাঁচল দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
advertisement
5/7
পাশাপাশি সেরা মণ্ডপের জন্য বেছে নেওয়া হয় জেলার তিনটি দুর্গাপুজোকে। ইউনাইটেড ক্লাব ও লাইব্রেরী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ইউনাইটেড ইয়াংস সার্বজনীন দুর্গোৎসব এবং সর্ব্বজয়ী ক্লাব এই তিনটি পুজোকে সেরা মণ্ডপের জন্য পুরস্কৃত করা হয়।
advertisement
6/7
জেলার সেরা সমাজ সচেতনতার জন্য পুরস্কৃত করা হয় তিনটি পুজোকে। ভি.কে.সি ক্লাব, নাট মন্দির, চাঁচল ইয়ুথ ক্লাব ট্রাস্ট বোর্ড এই তিন দুর্গাপুজো কমিটিগুলি কে সেরা সমাজ সচেতনতার জন্য পুরস্কৃত করা হয়।
advertisement
7/7
এদিন মালদহ জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজন করা হয় সম্মান প্রদান অনুষ্ঠানের। মালদহ জেলার দুই মহকুমার মোট ১২টি পুজো কমিটিকে এই সম্মান তুলে দেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। <strong>(ছবি ও তথ্য: জিএম মোমিন)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : মালদহে দুর্গাপুজোর থিম আর প্রতিমায় চমকের মেলা! কোন কমিটির হাতে এল বিশ্ব বাংলা শারদ সম্মান?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল