পুজো মণ্ডপের থিমে এবার পুরীর জগন্নাথ মন্দিরের রথ, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজো মণ্ডপের থিমে এবার 'পুরীর জগন্নাথ মন্দিরের রথ।' যা দেখতে উপচে পড়ছে ভিড় দর্শনার্থীদের। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আপার বেনিয়াসোল সার্বজনীন দুর্গাপুজো প্রতি বছরই দর্শনার্থীদের চমকে দেয় অভিনব থিমে।
পুরুলিয়া: দুর্গাপুজো মণ্ডপের থিমে এবার ‘পুরীর জগন্নাথ মন্দিরের রথ।’ যা দেখতে উপচে পড়ছে ভিড় দর্শনার্থীদের। পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আপার বেনিয়াসোল সার্বজনীন দুর্গাপুজো প্রতি বছরই দর্শনার্থীদের চমকে দেয় তার অভিনব থিমে। এবারে ৭৭তম বর্ষে পা দিয়ে পুজো কমিটি যে থিম বেছে নিয়েছে, তা নিঃসন্দেহে এক অভিনব দৃষ্টান্ত, পুরীর জগন্নাথ মন্দিরের রথ।
মণ্ডপে পা রেখেই দর্শনার্থীরা যেন পৌঁছে যাচ্ছেন সেই ঐতিহ্যবাহী রথযাত্রার মহোৎসবে। থার্মোকল, কাঠ, কাপড় এবং নানান শৈল্পিক উপকরণ দিয়ে নির্মিত এই মণ্ডপটি কেবল একটি পুজোস্থল নয়, বরং হয়ে উঠেছে ধর্ম, সংস্কৃতি ও শিল্পের এক আশ্চর্য মেলবন্ধনের কেন্দ্রবিন্দু।
advertisement
advertisement
রথের কাঠামো, অলঙ্করণ ও আচার-অনুষ্ঠানের প্রতিটি পরতে পরতে প্রতিফলিত হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রার অনন্য সৌন্দর্য ও মহিমা। থিম অনুযায়ী নির্মিত প্রতিমা ও নান্দনিক আলোকসজ্জায় এসেছে অভিনবত্বের ছোঁয়া, যা দর্শনার্থীদের নজর কাড়ছে বিশেষভাবে। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই বিশাল মণ্ডপ ইতিমধ্যেই স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।
advertisement
পুজো কমিটির অন্যতম সদস্য ডি মনোজ কুমার জানান, “প্রতিবছরই আমরা দর্শনার্থীদের জন্য কিছু নতুন, কিছু বিশেষ কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছরের রথযাত্রা থিম সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা।” তিনি আরও বলেন, “এই থিমে শুধুমাত্র ধর্মীয় ভাবনাই নয়, তুলে ধরা হয়েছে আমাদের শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও। দর্শনার্থীরা যেন এক অন্যরকম অনুভবের স্বাদ পান।”
advertisement
রঘুনাথপুরবাসীর জন্য এই পুজো এখন শুধুই এক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং হয়ে উঠেছে গর্বের প্রতীক। দূরদূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ই বলে দেয়, আপার বেনিয়াশোলের দুর্গাপুজো কতটা মন জয় করছে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
October 03, 2025 11:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো মণ্ডপের থিমে এবার পুরীর জগন্নাথ মন্দিরের রথ, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের