'যদি আমার টিকিট না হয়...!', যাত্রী টিকিট কাউন্টারে দাঁড়িয়ে চালু করলেন Video! পরক্ষণেই যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরল ক্লার্কের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের নতুন নতুন ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কখনও সেই ভিডিও দেখে আঁতকে উঠতে হয়। কখনও আবার সেই ভিডিও হয় মজাদার। এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেনের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁর ক্যামেরা চালু করে, টিকিট ক্লার্ককে বার বার তাঁকে টিকিট দিতে বলতে থাকেন। তিনি ওই ক্লার্ককে হুমকি দেন যে তিনি যদি তা না মানেন তবে তিনি সিনিয়র জেলা ম্যাজিস্ট্রেট (ডিসিএম) এর কাছে অভিযোগ করবেন। তারপর তিনি তার ফর্মটি দেখিয়ে বলেন, "এটি আমার ফর্ম, এবং উনি ভিতর থেকে আমার টিকিট দিচ্ছেন না।"
advertisement
advertisement
advertisement
@Lawyer_Kalpana X-এ এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "বরানগর স্টেশনে (শিয়ালদহ ডিভিশন), একজন যাত্রী সকাল থেকে তৎকাল টিকিটের (স্লিপার ক্লাস) জন্য লাইনে অপেক্ষা করছিলেন। তাঁর টোকেন নম্বর ছিল ২, এবং তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি একটি টিকিট পাবেনই। কিন্তু যখন তাঁর পালা এল, তিনি দেখলেন যে বুকিং ক্লার্ক ইতিমধ্যেই কাউন্টারের পিছনে বসে অন্য এক মহিলার টিকিট তৈরি করছেন।"
advertisement
advertisement