কেদারনাথ থেকে রাজস্থানের হাওয়া মহল! থিমে মাতল দিঘা, পর্যটকদের টানতে একগুচ্ছ চমক!

Last Updated:
East Medinipur News: উপকূলীয় জেলায় থিমের জৌলুস, মণ্ডপে ধরা পড়ল কেদারনাথ থেকে রাজস্থানের ঐতিহ্য।
1/6
দিঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির দ্বিতীয় বর্ষের থিম কেদারনাথ মন্দির। সমুদ্রতীরে এক টুকরো হিমালয়ের আবহ এনে দিয়েছে এই মণ্ডপ। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে তৈরি মণ্ডপে চমৎকার আলোকসজ্জা ও শিল্পকলা দর্শনার্থীদের মন কেড়েছে। পুজোর কয়েকটি দিনে মণ্ডপে উপচে পড়া ভিড় ছিল পর্যটক ও এলাকাবাসীদের। বৃষ্টিকে উপেক্ষা করে দশমীতে ড়িড় ছিল নজরকাড়া। মানানসই প্রতিমার সৌন্দর্য মণ্ডপের জৌলুস আরও বাড়িয়ে তুলেছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
দিঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির দ্বিতীয় বর্ষের থিম কেদারনাথ মন্দির। সমুদ্রতীরে এক টুকরো হিমালয়ের আবহ এনে দিয়েছে এই মণ্ডপ। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে তৈরি মণ্ডপে চমৎকার আলোকসজ্জা ও শিল্পকলা দর্শনার্থীদের মন কেড়েছে। পুজোর কয়েকটি দিনে মণ্ডপে উপচে পড়া ভিড় ছিল পর্যটক ও এলাকাবাসীদের। বৃষ্টিকে উপেক্ষা করে দশমীতে ড়িড় ছিল নজরকাড়া। মানানসই প্রতিমার সৌন্দর্য মণ্ডপের জৌলুস আরও বাড়িয়ে তুলেছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
পুজো উদ্যোক্তাদের অন্যতম দেবব্রত দাস বলেন, “প্রথম বছরেই আমরা মানুষের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছিলাম। সেই অনুপ্রেরণাই এবছরের কেদারনাথ মন্দির ভাবনার জন্ম দিয়েছে। আমাদের লক্ষ্য দর্শনার্থীদের নতুন স্বাদ দেওয়া। সীমিত বাজেটের মধ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের শক্তি। আগামী দিনে আরও বড় মাপের থিম নিয়ে হাজির হওয়ার ইচ্ছা রয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার দিকেও আমরা যথেষ্ট নজর দিয়েছি।”
পুজো উদ্যোক্তাদের অন্যতম দেবব্রত দাস বলেন, “প্রথম বছরেই আমরা মানুষের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছিলাম। সেই অনুপ্রেরণাই এবছরের কেদারনাথ মন্দির ভাবনার জন্ম দিয়েছে। আমাদের লক্ষ্য দর্শনার্থীদের নতুন স্বাদ দেওয়া। সীমিত বাজেটের মধ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের শক্তি। আগামী দিনে আরও বড় মাপের থিম নিয়ে হাজির হওয়ার ইচ্ছা রয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার দিকেও আমরা যথেষ্ট নজর দিয়েছি।”
advertisement
3/6
রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এ বছর পদার্পণ করল ৪১ বছরে। তাদের এবারের আকর্ষণ রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে নির্মিত মণ্ডপ। গ্রামের শিল্পীদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে সেই রাজবাড়ির নকশা। অনন্য সুন্দরী পিতলের দুর্গা প্রতিমা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করছে। প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেটে তৈরি এই মণ্ডপ দিঘার প্রবেশপথের কাছে হওয়ায় দর্শনার্থীদের ভিড় স্বাভাবিকভাবেই বেশি ছিল।
রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এ বছর পদার্পণ করল ৪১ বছরে। তাদের এবারের আকর্ষণ রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে নির্মিত মণ্ডপ। গ্রামের শিল্পীদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে সেই রাজবাড়ির নকশা। অনন্য সুন্দরী পিতলের দুর্গা প্রতিমা দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করছে। প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেটে তৈরি এই মণ্ডপ দিঘার প্রবেশপথের কাছে হওয়ায় দর্শনার্থীদের ভিড় স্বাভাবিকভাবেই বেশি ছিল।
advertisement
4/6
উদ্যোক্তা নিতাই সরকার বলেন, “আমাদের লক্ষ্য সবসময় কিছু নতুন ভাবনা দর্শনার্থীদের উপহার দেওয়া। এবছর তাই রাজস্থানের ঐতিহ্যকে সামনে আনা হয়েছে। প্রতিমা থেকে মণ্ডপ, সবকিছুতেই আলাদা ছোঁয়া রয়েছে। বাজেট বেশি হলেও মানুষের সহযোগিতা ও সমর্থন পেয়েছি বলেই এই আয়োজন সম্ভব হয়েছে। ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
উদ্যোক্তা নিতাই সরকার বলেন, “আমাদের লক্ষ্য সবসময় কিছু নতুন ভাবনা দর্শনার্থীদের উপহার দেওয়া। এবছর তাই রাজস্থানের ঐতিহ্যকে সামনে আনা হয়েছে। প্রতিমা থেকে মণ্ডপ, সবকিছুতেই আলাদা ছোঁয়া রয়েছে। বাজেট বেশি হলেও মানুষের সহযোগিতা ও সমর্থন পেয়েছি বলেই এই আয়োজন সম্ভব হয়েছে। ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।"
advertisement
5/6
অন্যদিকে কাঁথির দৌলতপুর যুগান্তর সংঘের পুজো এবছর পা দিল ১৭তম বর্ষে। তাদের এবারের থিম হাওয়া মহল। প্রায় ১৬ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই মণ্ডপ উপকূলীয় এলাকায় আলোড়ন ফেলেছে। বৃষ্টির মধ্যেও বিজয়ার দিন থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। শিল্পীদের নিপুণ দক্ষতায় তৈরি মণ্ডপে আলোকসজ্জার ঝলকানি যেন জীবন্ত করে তুলেছে রাজস্থানের হাওয়া মহলকে। পাশাপাশি মানানসই অনন্য সুন্দরী প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
অন্যদিকে কাঁথির দৌলতপুর যুগান্তর সংঘের পুজো এবছর পা দিল ১৭তম বর্ষে। তাদের এবারের থিম হাওয়া মহল। প্রায় ১৬ লক্ষ টাকা বাজেটে নির্মিত এই মণ্ডপ উপকূলীয় এলাকায় আলোড়ন ফেলেছে। বৃষ্টির মধ্যেও বিজয়ার দিন থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। শিল্পীদের নিপুণ দক্ষতায় তৈরি মণ্ডপে আলোকসজ্জার ঝলকানি যেন জীবন্ত করে তুলেছে রাজস্থানের হাওয়া মহলকে। পাশাপাশি মানানসই অনন্য সুন্দরী প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
advertisement
6/6
ক্লাবের অন্যতম কর্মকর্তা আশিষ সেন বলেন, “আমরা প্রতিবারই কিছু আলাদা থিম নিয়ে মানুষের সামনে হাজির হই। এবছর রাজস্থানের হাওয়া মহলকে বেছে নিয়েছি। সীমিত বাজেটের মধ্যেও শিল্পীদের কৃতিত্বে পুরো মণ্ডপ অনন্য হয়ে উঠেছে। দর্শনার্থীদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আগামী দিনে আরও নতুন কিছু ভাবনা উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে।” (তথ্য ও ছবি : মদন মাইতি)
ক্লাবের অন্যতম কর্মকর্তা আশিষ সেন বলেন, “আমরা প্রতিবারই কিছু আলাদা থিম নিয়ে মানুষের সামনে হাজির হই। এবছর রাজস্থানের হাওয়া মহলকে বেছে নিয়েছি। সীমিত বাজেটের মধ্যেও শিল্পীদের কৃতিত্বে পুরো মণ্ডপ অনন্য হয়ে উঠেছে। দর্শনার্থীদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আগামী দিনে আরও নতুন কিছু ভাবনা উপহার দেওয়ার ইচ্ছা রয়েছে।” (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
advertisement
advertisement