Wonder boy of Howrah: অবাক শিশু! মাত্র ৫ বছর বয়সেই ১৯৫ টি দেশের রাজধানীর নাম মুখস্থ!

Last Updated:

Wonder boy of Howrah: রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পাঁচ বছরের খুদে আলাপন মাজী, আর পাঁচটা ছেলে যেখানে সবে কথা বলা শেখে, সেই জায়গা থেকে একটু আলাদা আলাপন

+
মাত্র

মাত্র ৫ বছর বয়সেই সকলকে তাক লাগাচ্ছে হাওড়া কুলডাঙ্গার আলাপন মাজী 

রাকেশ মাইতি, হাওড়া: রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পাঁচ বছরের খুদে আলাপন মাজী, এই অল্প বয়সেই সে পৃথিবীর ১৯৫ টি দেশের রাজধানীর নাম বা আমাদের দেশের ২৮ টি রাজ্যের রাজধানীর নাম অনর্গল মুখস্ত বলছে সে। আর পাঁচটা ছেলের থেকে বেশ কিছুটা আলাদা{ দারুণ স্মৃতিশক্তির কথা জানান তার মা ও পরিবার। দিন কয়েকের অভ্যাসেই সমস্ত কিছু রপ্ত করে নেওয়ার অভ্যাসে পরিণত করেছে আলাপন।
মাত্র ৩ বছর বয়স থেকেই সাধারণ জ্ঞানের শিক্ষা শুরু মায়ের কাছে৷ মায়ের কাছ থেকে খুব সহজেই যে কোনও জিনিস পড়ার ছলে রপ্ত করে নেওয়ার অভ্যাস আলাপনের। অল্প দিনের পাঠ অভ্যাসেই তার মগজে গেঁথে নেওয়ার অস্বাভাবিক ক্ষমতা আছে। শুধু যে লেখাপড়া বা সাধারণজ্ঞান চর্চা, তা কিন্তু নয়, এর পাশাপাশি খেলাধুলার প্রতিও দারুণ মনোযোগ আলাপনের।
advertisement
নিয়মিত ফুটবল খেলার অভ্যাসও রয়েছে, সেই সঙ্গে ছবি আঁকাতেও আগ্রহ বেশ। মা মন্দিরা দেবী জানান, ‘‘ছোটবেলায় দেখতাম লেখাপড়া বাদেও খুব সাধারণ বিষয়গুলো বেশ মনে রাখত, তখন থেকেই বুঝতে পারলাম যে, ছেলের স্মৃতিশক্তি বেশ ভাল, তখন থেকেই একটু একটু করে এই সমস্ত চর্চা শুরু।’’  আলাপন মাজী, তার এই ক্ষমতার সুবাদে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ছেলের এই কর্মকাণ্ডে খুশি বাবা-মা ,পরিবার ও পাড়া- প্রতিবেশীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Wonder boy of Howrah: অবাক শিশু! মাত্র ৫ বছর বয়সেই ১৯৫ টি দেশের রাজধানীর নাম মুখস্থ!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement