দুর্ঘটনা শুনেই উদ্ধারে ছুটেছিলেন, কিন্তু নিজেই শেষ হয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার! যা হল, শুনলেই মন খারাপ

Last Updated:

Civic Volunteer : এদিন ভোরে দুর্ঘটনাগ্রস্থ ‌একটি গাড়ি উদ্ধারে যান পুলিশ কর্মীরা। সে সময় বেপরোয়া একটি লরির ধাক্কায় মৃত্যু হয় মালদহ থানায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের।

পুরাতন মালদহের দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
পুরাতন মালদহের দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
মালদহ, জিএম মোমিন: দুর্ঘটনাগ্রস্থ গাড়ি উদ্ধারে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিক পরিণতি এক সিভিক ভলান্টিয়ারের। সোমবার ভোরে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার বাইপাস জাতীয় সড়ক চাকি মোড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাগ্রস্থ ‌একটি গাড়ি উদ্ধারে যান পুলিশ কর্মীরা। সে সময় বেপরোয়া একটি লরির ধাক্কায় মৃত্যু হয় মালদহ থানায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম তপেশ রাজবংশী (৩৪)। বাড়ি পুরাতন মালদহের মহিষবাথানী অঞ্চলের শহরা এলাকায়।
আরও পড়ুন : সাময়িক বন্ধ অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ভাইরাল দুর্গাপুজো! কেন থেমে গেল দর্শন, কবে আবার খুলবে মণ্ডপ?
মালদহ থানায় কর্মরত ছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ‌ভোরে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে ছোট একটি যাত্রীবাহী গাড়ি। ঘটনায় আহত হন গাড়িতে থাকা চারজন। এরপর সেখানে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি উদ্ধারে যায় মালদহ থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ, সেই সময় কালিয়াচকগামী একটি লরি বেপরোয়া গতিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ‌ওই সিভিক ভলেন্টিয়ারকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনায় ঘাতক লরির তল্লাশিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুর্ঘটনা শুনেই উদ্ধারে ছুটেছিলেন, কিন্তু নিজেই শেষ হয়ে গেলেন সিভিক ভলান্টিয়ার! যা হল, শুনলেই মন খারাপ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement