পরিবার সূত্রে জানা গিয়েছে গুলি বৃদ্ধ যুবকের নাম মনিরুল খান (২৭)। বাড়ি নঘরিয়া গ্রামে। পেশায় কৃষক। অভিযুক্ত রকি খান। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। জানা গিয়েছে রকি খান কিছুদিন আগে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছে। শুক্রবার রাতে দুই বন্ধু মিলে একটি পার্টির আয়োজন করে। মনিরুল খানের বাড়িতে সেই পার্টির আসর বসেছিল। এদিন মনিরুলের বাড়ির একটি ঘরে সন্ধ্যা থেকেই দুই বন্ধুর মদের পার্টি চলছিল। রাত ১০ টা নাগাদ দুই জনের মধ্যে বচসা বাধে। তার মাঝে হঠাৎ অভিযুক্ত রকি গুলি চালায় বলে অভিযোগ। তবে দুই বন্ধুর মধ্যে কি নিয়ে বচসা বেঁধেছিল, এমনকি কেন অভিযুক্ত গুলি চালালো তার সঠিক কারণ এখনো জানা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল দুর্গা পুজোর
গভীর রাতে মনিরুল খানকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের লোকেরা তাকে রাতেই মালদহ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। অপরদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রকি খান। জখম যুবকের ভাই মাইনূল খান বলেন, দাদা তার বন্ধু রকি কে নিয়ে আমাদের বাড়িতেই পার্টি করছিল। দুই বন্ধু মিলে বাড়ির একটি ঘরে বসে খাওয়া দাওয়া করছিল। রাতে হঠাৎ সেখানে গুলির আওয়াজ শুনতে পাই। আমরা ছুটে গিয়ে দেখি দাদা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ সজল হচ্ছে ৬৫ টি গ্রাম! বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল
সেখান থেকে পালিয়ে যায় তার বন্ধু। দাদা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কি কারণে গুলি তা আমাদের জানা নেই। দুইজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। ঘটনার পর থেকে পলাতক রয়েছে দাদার বন্ধু।বেসরকারি নার্সিং হোম সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাকের ভিতর এখনো গুলি ঢুকে রয়েছে। অস্ত্রোপচার করে সেটিকে বার করা হবে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।
Harashit Singha