Malda: সজল হচ্ছে ৬৫ টি গ্রাম! বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল

Last Updated:

মালদহ জেলার প্রতিটি বাড়ি বাড়ি, আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। আগামী ২০২৪ সালের মধ্যে জেলার প্রতিটি ঘরে ঘরে পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

+
title=

#মালদহ : মালদহ জেলার প্রতিটি বাড়ি বাড়ি, আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। আগামী ২০২৪ সালের মধ্যে জেলার প্রতিটি ঘরে ঘরে পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে ৬৫ টি গ্রামে শুরু হয়েছে কাজ। ইতিমধ্যে কাজ প্রায় শেষের দিকে। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী ৩১ আগস্ট ৬৫ টি গ্রামকে সজল গ্রাম ঘোষণা করা হবে। উদ্বোধনের পর থেকেই বাড়ি বাড়ি মিলবে পরিশ্রুত পানীয় জল পরিষেবা। শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে।
জেলা প্রশাসনের তরফ থেকে সজল গ্রাম ঘোষণার প্রস্তুতিও শুরু হয়েছে। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে জেলার প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পরিসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফ থেকে শুরু হয়েছে প্রকল্পের কাজ।
আরও পড়ুনঃ খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল দুর্গা পুজোর
মালদহ জেলার ১৮০০ টি গ্রামে বাড়ি বাড়ি, পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৬৫ টি গ্রাম অর্থাৎ প্রায় ১৩ হাজার ৪৭৭টি পরিবারের কাছে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। হবিবপুর, বামনগোলা, ইংরেজবাজার , হরিশ্চন্দ্রপুর, চাঁচোল ও কালিয়াচক ব্লক সহ অন্যান্য ব্লকের সংশ্লিষ্ট কিছু গ্রামে প্রথম পর্যায়ের পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীতে ধাপে ধাপে অন্যান্য গ্রামগুলিতে কাজ হবে পরিশ্রুত পানীয় জল পরিসেবার মালদহ জেলার বেশ কয়েকটি ব্লক আর্সেনিক কবলিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি ক্ষতিপূরণের টাকা! অভিযোগে বিক্ষোভ উপভোক্তাদের
সেই সমস্ত এলাকাগুলিতে আর্সেনিক মুক্ত পানীয় জল পরিসেবা দেওয়া হয়। তবে বর্তমানে মালদহের দুই শহরে শুধুমাত্র বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এবার গ্রামীন এলাকাতেও বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা জেলা প্রশাসনের। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জেলার সাধারণ মানুষ। জেলার প্রতিটি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে গেলে জেলার জল কষ্ট সমস্যার সমাধান অনেকটাই সম্ভব হবে বলে মনে করছেন জেলার সাধারণ মানুষ।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: সজল হচ্ছে ৬৫ টি গ্রাম! বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement