TRENDING:

Malda: প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি ক্ষতিপূরণের টাকা! অভিযোগে বিক্ষোভ উপভোক্তাদের

Last Updated:

বন্যা ত্রানে দূর্নীতির তদন্ত করেনি প্রাশাসন। একাধিকবার ব্লক প্রশাসনের কাছে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েও কোন সুরাহা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : বন্যা ত্রানে দূর্নীতির তদন্ত করেনি প্রশাসন। একাধিকবার ব্লক প্রশাসনের কাছে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েও কোন সুরাহা হয়নি। অবশেষে ২০১৭ সালের বন্যা ত্রানের দুর্নীতির সঠিক তদন্তের দাবি চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বঞ্চিত উপভোক্তারা। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ স্থানীয় কংগ্রেসের নেতৃত্বে কড়িয়ালি বাজারে রাস্তায় নেমে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ,২০১৭ সালের বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বঞ্চিত রেখে, তৃনমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে।
advertisement

 

 

এমনকি সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টেও ঢুকেছে সেই টাকা। সেই দুর্নীতির তদন্তের দাবি দীর্ঘদিনের। বঞ্চিত উপভোক্তা ফজলুর রহমান বলেন, বন্যায় আমাদের সর্বস্ব নষ্ট হয়েছিল। ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছিলাম প্রশাসনের কাছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি। বন্যায় যাদের বাড়ি ঘরের ক্ষতি হয়নি তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে সে সময় প্রশাসন। তাই ক্ষতিপূরণের দাবিতে আমরা বিক্ষোভে সামিল হয়েছি। স্থানীয় বাসিন্দারা ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অ্যাকাউন্টের তথ্য চেয়ে সরকারি দফতরে  ৪০ বার আরটিআই করেছে।

advertisement

View More

আরও পড়ুনঃ অবশেষে চালু হওয়ার পথে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেল! খুশির পড়ুয়ারা

 

 

কিন্ত কোনো তথ্য এখনো পায়নি। তালিকা প্রকাশের দাবিতে প্রায় পাঁচ মাস আগে ব্লকের সামনে ধর্নায় বসে বাম- কংগ্রেস। একপ্রকার বাধ্য হয়ে বিডিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নামের তালিকা দিলেও কিছু অসংগতি দেখা যায়। একাউন্ট আই.এফ.এস.সিকোড নম্বর মুছে দেওয়া হয়। বিডিওর দেওয়া ৯০৩ পাতার তালিকায় দেখা যায় পঞ্চায়েত সমিতির ২৬ জন সদস্য তার পরিবারের নামে একাধিক বার টাকা ঢুকেছে। এই মর্মে বাম কংগ্রেস কলকাতা হাইকোর্টে মামলা করে।

advertisement

আরও পড়ুনঃ মালদহ টাউন স্টেশন থেকে চেন্নাই পর্যন্ত নতুন ট্রেনের দাবি

 

 

উল্লেখ্য, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় হরিশ্চন্দ্রপুর- নং ব্লকের টি গ্ৰাম পঞ্চায়েতের প্রায় ৪৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। রাজ্য সরকার আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তেত্রিশ শো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সত্তর হাজার করে টাকা দেওয়ার জন্য তিন ধাপে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করে। সেই টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি না পেয়ে বেশিরভাগই টাকা আত্মসাৎ করে নিয়েছে তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীরা বলে অভিযোগ।

advertisement

 

 

সরকারি আধিকারিকদের যোগসাজশে এই কর্মকাণ্ড বলে অভিযোগ। বিষয়ে বিক্ষোভকারী কংগ্রেস নেতা আবুল কাশেম বলেন, বহু সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হয়নি। আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তারপরও কোন সমাধান হয়নি। তাই আমরা আন্দোলনের পথে। চাঁচল মহকুমা শাসক কল্লল রায় বলেন, হরিশ্চন্দ্রপুর- নং ব্লকে তদন্ত শুরু হয়েছে , নং ব্লকেও তদন্ত শুরু হবে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি ক্ষতিপূরণের টাকা! অভিযোগে বিক্ষোভ উপভোক্তাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল