TRENDING:

Malda: ফের করোনা আতঙ্ক! আক্রান্ত রোগীর মৃত্যু, একদিনে আক্রান্ত ২৫ জন

Last Updated:

করোনার থাবা এবার মালদহে, চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মাঝে করোনা প্রকোপ প্রায় কমে গিয়েছিল মালদহ জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: করোনার থাবা এবার মালদহে, চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মাঝে করোনা প্রকোপ প্রায় কমে গিয়েছিল মালদহ জেলায়। নতুন করে গত দুই দিন ধরে আবারো জেলায় করোনা আক্রান্ত উর্ধ্বমুখী। শনিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে রবিবার গভীর রাতে। ফের করোনাতে রোগী মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দফতর ও মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে তৎপরতার সাথে করোনা পরিস্থিতি মোকাবিলায় তৈরি। করোনাবিধি মেনে মৃতদেহ সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রোগী মৃত্যুর কথা স্বীকার করেছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে করোনায় আক্রান্ত মৃত রোগীর বয়স প্রায় ৬০ বছর। বাড়ি মালদহের মোথাবাড়ি থানা এলাকায়।
advertisement

গত দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা থাকায় চিকিৎসকেরা তার করোনা পরীক্ষা করে। রিপোর্ট পজিটিভ আসায় রবিবার সকালে তাকে করানো ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এদিন রাতেই মৃত্যু হয়েছে। মালদা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা জেলায় মোট ৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআরডিএল ল্যাবে।

advertisement

আরও পড়ুনঃ মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার

তাদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসের পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকে। ধীরে ধীরে করোনা আক্রান্ত একেবারেই কমে গিয়েছিল মালদহে। যার জায়গায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডের বেড সংখ্যাও কমানো হয়।

advertisement

আরও পড়ুনঃ জেলা প্রশাসনের কর্মচারী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে রক্তদান জেলা শাসক ও মহাকুমা শাসকের

বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ টি করনা বেড রয়েছে। নতুন করে আবারো করোনা ঊর্ধ্বমুখী হতে থাকায় চিন্তিত মেডিকেল কলেজের কর্তারা। করোনা থেকে সচেতন থাকতে সাধারণ মানুষকে দ্রুত ভ্যাকসিন ও করোনা বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছেন মেডিকেল কলেজের কর্তারাও।

advertisement

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: ফের করোনা আতঙ্ক! আক্রান্ত রোগীর মৃত্যু, একদিনে আক্রান্ত ২৫ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল