গত দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা থাকায় চিকিৎসকেরা তার করোনা পরীক্ষা করে। রিপোর্ট পজিটিভ আসায় রবিবার সকালে তাকে করানো ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এদিন রাতেই মৃত্যু হয়েছে। মালদা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদা জেলায় মোট ৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআরডিএল ল্যাবে।
advertisement
আরও পড়ুনঃ মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার
তাদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসের পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকে। ধীরে ধীরে করোনা আক্রান্ত একেবারেই কমে গিয়েছিল মালদহে। যার জায়গায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডের বেড সংখ্যাও কমানো হয়।
আরও পড়ুনঃ জেলা প্রশাসনের কর্মচারী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে রক্তদান জেলা শাসক ও মহাকুমা শাসকের
বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ টি করনা বেড রয়েছে। নতুন করে আবারো করোনা ঊর্ধ্বমুখী হতে থাকায় চিন্তিত মেডিকেল কলেজের কর্তারা। করোনা থেকে সচেতন থাকতে সাধারণ মানুষকে দ্রুত ভ্যাকসিন ও করোনা বিধি মেনে চলার নির্দেশ দিচ্ছেন মেডিকেল কলেজের কর্তারাও।
Harashit Singha