TRENDING:

Malda: ভয়ঙ্কর অবস্থা! কিছুক্ষণের বৃষ্টিতে জলে ভাসছে মালদহ হাসপাতাল!

Last Updated:

জল থৈ থৈ করছে হাসপাতাল ভবনের সামনের অংশ। দূর থেকে দেখে মনে হচ্ছে কোন জলাশয় বা পুকুর। জল ভেঙে পারাপার করছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : জল থৈ থৈ করছে হাসপাতাল ভবনের সামনের অংশ। দূর থেকে দেখে মনে হচ্ছে কোন জলাশয় বা পুকুর। জল ভেঙে পারাপার করছেন অনেকেই। কেউ আবার জলের মধ্যে দিয়ে স্ট্রেচার টেনে নিয়ে যাচ্ছে। বুধবার দুপুরের বৃষ্টির পর বিকেল নাগাদ এমনি বেহাল অবস্থা ধরা পড়ল মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের। গোটা হাসপাতাল চত্বরেই এদিন জল জমে যায়। এমনকি বৃষ্টির জলে মেডিকেল কলেজের পুরনো হাসপাতাল ভবনের নীচের ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। জরুরী বিভাগ থেকে নীচের মেডিসিন ওর্য়াড গুলিতে জল ঢুকে পড়ে। ওই অবস্থাতেই রোগী দেখেন চিকিৎস থেকে নার্স ও স্বাস্থ্য কর্মীরা। চরম সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয় পরিজনদের। বুধবার দুপুর থেকে মালদহে বৃষ্টি শুরু হয়।কয়েক ঘন্টা ধরে ভারী বৃষ্টি হয়।আর তাতেই জলমগ্ন হয়ে পড়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর।
advertisement

এদিন হাসপাতাল চত্বরে বৃষ্টির জল জমে রোগ সংক্রমণের আশঙ্কা করছেন রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের একাংশ। বৃষ্টির জলে চারিদিকে ভেসে বেড়াচ্ছে নানান বর্জ্য। সেগুলি থেকে রোগীর আত্মীয়-প্রদানদের মধ্যেও নানান রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। বাধ্য জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের।

আরও পড়ুনঃ তিন বছরেও তৈরি হয়নি সাবওয়ে! রথবাড়ি রেলগেটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের

advertisement

সামান্য ভারী বৃষ্টিপাত হলেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জল জমে যায়। বারবার মেডিকেল কলেজে জল জমায় খুব প্রকাশ করছেন রোগের আত্মীয় পরিজনদের একাংশ। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় এমন সমস্যা হচ্ছে এমনটাই দাবি সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ অসহায় মহিলাদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের! জানুন...

যদিও বৃষ্টি থামতেই জল নিকাশ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে। জল সেচের ব্যবস্থা করা হয়। দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে জল নামানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে।

advertisement

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: ভয়ঙ্কর অবস্থা! কিছুক্ষণের বৃষ্টিতে জলে ভাসছে মালদহ হাসপাতাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল