এদিন হাসপাতাল চত্বরে বৃষ্টির জল জমে রোগ সংক্রমণের আশঙ্কা করছেন রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের একাংশ। বৃষ্টির জলে চারিদিকে ভেসে বেড়াচ্ছে নানান বর্জ্য। সেগুলি থেকে রোগীর আত্মীয়-প্রদানদের মধ্যেও নানান রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। বাধ্য জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের।
আরও পড়ুনঃ তিন বছরেও তৈরি হয়নি সাবওয়ে! রথবাড়ি রেলগেটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের
advertisement
সামান্য ভারী বৃষ্টিপাত হলেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জল জমে যায়। বারবার মেডিকেল কলেজে জল জমায় খুব প্রকাশ করছেন রোগের আত্মীয় পরিজনদের একাংশ। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় এমন সমস্যা হচ্ছে এমনটাই দাবি সাধারণ মানুষের।
আরও পড়ুনঃ অসহায় মহিলাদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের! জানুন...
যদিও বৃষ্টি থামতেই জল নিকাশ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে। জল সেচের ব্যবস্থা করা হয়। দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে জল নামানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে।
Harashit Singha