Malda: তিন বছরেও তৈরি হয়নি সাবওয়ে! রথবাড়ি রেলগেটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের

Last Updated:

রেল লাইনের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার। কেই হেঁটে আবার কেই সাইকেল কাঁধে বা ঠেলে পার হচ্ছে রেল লাইন। ট্রেন আসতেই লাইনের দুই পাশে দাঁড়িয়ে পড়ছেন পথচারীরা।

+
title=

#মালদহ : রেল লাইনের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার। কেই হেঁটে আবার কেই সাইকেল কাঁধে বা ঠেলে পার হচ্ছে রেল লাইন। ট্রেন আসতেই লাইনের দুই পাশে দাঁড়িয়ে পড়ছেন পথচারীরা। গত তিন বছর ধরে জীবনের ঝুঁকি নিয়েই মালদহ শহরের রথবাড়ি রেল গেট পারাপার করছেন সাধারণ মানুষ। রথবাড়ি এলাকায় যানজট সমস্যা সমাধানের জন্য রেলে গেট তুলে সাবওয়ে তৈরির কাজ শুরু হয়। দীর্ঘদিনের দাবি ছিল রথবাড়ি রেলগেটে সাবওয়ে নির্মাণের। তিন বছরের বেশি সময় ধরে চলছে কাজ। মাঝে বেশ কয়েকবার কাজ বন্ধ ছিল। এখনো কাজ শেষ না হ ওয়ায় সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দ থেকে সাধারণ মানুষ। দ্রুত কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা মালদহ শহরের রথবাড়ি দিয়ে গিয়েছে মেন রেললাইন। কয়েক মিনিটের ব্যাবধানে এই রাস্তা দিয়ে ট্রেন চলাচল করে। আগে এখানে রেলগেট ছিল। শহরে যানবাহন সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় নিয়মিত রেলগেট কে ঘিরে যানজট সমস্যা সৃষ্টি হতো। এতে চরম ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে। অবশেষে রেল গেট তুলে সাবওয়ে তৈরীর পরিকল্পনা নেই রেল কর্তৃপক্ষ। কাজ এখনো সমাপ্ত হয়নি।
চরম হয় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরপথে বা শহরের ওভার ব্রিজের উপর দিয়ে ঘুর যেতে হচ্ছে সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। দীর্ঘদিন ধরে সবওয়ের কাজ চলতে থাকায় এলাকার বেশ কিছু ব্যবসায়ীদের কর্মসংস্থানেও সমস্যা তৈরি হয়েছে। রোজগারের সমস্যা থেকে চলাফেরা করতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুনঃ  ভয়ঙ্কর অবস্থা! কিছুক্ষণের বৃষ্টিতে জলে ভাসছে মালদহ হাসপাতাল!
রেলগেটের এই রাস্তা দিয়ে পুরসভার তিনটি ওয়ার্ডের বাসিন্দা সহ ইংরেজবাজার ব্লকের মিল্কি শোভানগর ও মানিকচক ব্লকের বাসিন্দারা যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজ শুরু সময় রেলের পক্ষ থেকে এক বছরের মধ্যে শেষ করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তিন বছর হতে চলল এখনো সেই কাজটা সম্পূর্ণ করতে পারেনি রেল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অসহায় মহিলাদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের! জানুন...
যদিও দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে মালদহ রেল ডিভিশনের কর্তারা। আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যে কাজ সম্পূর্ণ হবে দাবি রেলের। রেলের এমন কাজে সন্তুষ্ট নয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি আসন্ন দূর্গা পূজার আগে চালু করা হোক এই সাবওয়ে। এ রাস্তা চালু হলে স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্তের বহু মানুষের সমস্যার সমাধান ঘটবে। যানজট সমস্যা কমবে শহরের রথবাড়ি এলাকার।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: তিন বছরেও তৈরি হয়নি সাবওয়ে! রথবাড়ি রেলগেটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement