এমনই বেহাল অবস্থা পুরাতন মালদাহের যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের দেউলি গ্রামে। স্থানীয় পঞ্চায়েত থেকে বিভিন্ন মহলের একাধিকবার জানিও কোন লাভ হয়নি। সমস্যার সমাধান না মেলায় নরক যন্ত্রণা ভোগ করছে কয়েক হাজার গ্রামের বাসিন্দারা। পুরাতন মালদহের যাত্রাডাঙা পঞ্চায়েতের দেউলি গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। এই গ্রামের রাস্তা এখনো তৈরি হয়নি। এমনকি গ্রামে ঢোকার প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল। গ্রামের রাস্তা তৈরি না হওয়ায় অল্প বৃষ্টিতেই জল জমে থাকে। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় বর্ষার মরশুমে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এই স্থানীয় বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টির অভাব! ধানের জমির মাটি ফেটে রয়েছে বর্ষার মরশুমে
জমা জলের পিচ্ছিল রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক সময় পড়ে যাচ্ছেন বৃদ্ধ থেকে শিশুরা। অবার গ্রামে কোন মানুষ অসুস্থ হয়ে গেলে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনিক কর্তা আধিকারিকদের কাছে বারবার আবেদন করার পরেও রাস্তা তৈরি হয়নি। তাদের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে বেহাল রাস্তার কারণে ছাত্রছাত্রীরা স্কুল যেতে সমস্যায় পড়ে।
আরও পড়ুনঃ সংস্কারের পর চালু হল মালদহ পুলিশ হাসপাতাল
যদিও এই গ্রামের রাস্তা দ্রুত তৈরি হবে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান নূর হক। তিনি বলেন, দেউলি গ্রামের রাস্তা তৈরির জন্য গত দুই বছর আগে থেকেই আমি উদ্যোগ গ্রহণ করেছি। মাঝে দুই বছর ১০০ দিন প্রকল্পের কাজ বন্ধ থাকায় ওই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। ইতিমধ্যে রাস্তা তৈরীর জন্য একটি প্রপোজাল পাঠানো হয়েছিল। প্রশাসনের তরফ থেকে সে রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যে টাকাও বরাদ্দ করা হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই কাজ শুরু হবে ওই গ্রামের রাস্তা তৈরীর। রাস্তা হলেই এলাকার সমস্যার সমাধান হবে।
Harashit Singha