TRENDING:

Juvenile Toto Drivers in Bengal: বাড়ছে নাবালক টোটো চালকদের হাতে দুর্ঘটনা-প্রাণহানি! প্রশাসনের হস্তক্ষেপের দাবি

Last Updated:

নাবালক এই টোটো চালকদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ বীরভূমের (Birbhum, West Bengal) রাজগ্রামের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : দিন কয়েক আগে থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার গাঙ্গুদুপাল্লের আট বছরের রাজা (রাজাগোপাল রেড্ডি)। এই রাজাগোপাল রেড্ডির এমন সেন্সেশন হয়ে ওঠার মূলে রয়েছে অন্ধ বাবা-মায়ের সংসারের হাল ধরতে টোটোর স্টিয়ারিং হাতে নেওয়া (Toto driver)। তবে এই ঘটনার উল্টো ছবি ধরা পড়ল বীরভূমে (Birbhum, Bengal News)। যেখানেও একাধিক টোটো চালক নজরে এল, যারা প্রত্যেকেই নাবালক (Juvenile Toto Driver)। কিন্তু নাবালক এই টোটো চালকদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ বীরভূমের রাজগ্রামের বাসিন্দারা (Local people are afraid)।
advertisement

আরও পড়ুন Priest Allowance: মিলছে না ব্রাহ্মণ ভাতা, পুজো থেকে শ্রাদ্ধানুষ্ঠানে অংশ না নেওয়ার হুঁশিয়ারি পুরোহিতদের

নাবালক টোটো চালকদের নিয়ে বীরভূমের রাজগ্রামের এই বাসিন্দাদের অতিষ্ঠ হয়ে ওঠার মূলে রয়েছে পাল্লা দিয়ে বেড়ে চলা দুর্ঘটনা (Many Accident in Birbhum for Juvenile Toto Drivers)। স্থানীয়দের অভিযোগ, দিন দিন নাবালক টোটো চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। এই সকল দুর্ঘটনায় গুরুতর আহত থেকে প্রাণহানির ঘটনাও ঘটছে (Accident in Toto and death)। আর এরই পরিপ্রেক্ষিতে তারা দাবি করেছেন, অবিলম্বে নাবালকদের দিয়ে টোটো চালানো বন্ধ হোক। প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও তুলেছেন তারা।

advertisement

রাজগ্রামের স্থানীয় বাসিন্দা নয়ন খানের অভিযোগ, "একটার পর একটা টোটোর স্টিয়ারিং হাতে ধরে রাস্তায় বেরিয়ে পড়ছে ছোট ছোট, বাচ্চা বাচ্চা ছেলেরা (Young Toto Drivers increase Risk)। আর এর ফলে ঘটে যাচ্ছে একাধিক দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলে প্রশাসনের তরফ থেকে আবার বলা হচ্ছে, টোটোর তো লাইসেন্স নেই (No license of young toto driver)। কি আর করব। এইসকল দুর্ঘটনার পর ওই বাচ্চা টোটো চালকদের বাবাকে ধরে ফয়সালার জন্য কিছু বলা হলে তারা আবার বলছেন \'গরিব মানুষ কোথায় কি পাবো?"

advertisement

আরও পড়ুনWest Bengal News| Laxmi Bhandar: পা দিয়ে ভরে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম! বীরভূমের মহিলাদের পাশে বিশেষভাবে সক্ষম জগন্নাথ

পাশাপাশি তিনি এটাও অভিযোগ করেছেন, "এই সকল বাচ্চা টোটো চালকদের হাতে ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। আহতের ঘটনা অজস্র।" আর এই সকল দুর্ঘটনা এড়াতে এলাকার স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, "বাচ্চা ছেলেদের হাত থেকে টোটোর স্টিয়ারিং তুলে নেওয়া হোক। পাশাপাশি যে সকল টোটো চালকরা রয়েছেন তাদের পর্যাপ্ত ট্রেনিং দিয়ে টোটো চালানোর অনুমতি দেওয়া হোক। এর সঙ্গে সঙ্গে লাইসেন্স এবং ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হোক। যাতে করে কোনো রকম দুর্ঘটনা ঘটলেই যেন ক্ষতিপূরণ পাওয়া যায়।"

advertisement

প্রসঙ্গত, বীরভূমের (Birbhum, West Bengal) বিভিন্ন শহর থেকে বিভিন্ন এলাকায় টোটো চালকদের বাড় বাড়ন্ত নিয়ে অভাব-অভিযোগ নতুন কোন ঘটনা নয়। তবে রাজগ্রামের মতো এলাকায় এই ভাবে নাবালকদের হাতে একাধিক টোটো তুলে ধরার ঘটনা নজিরবিহীন। বাজারে চোখ রাখলেই ডজনের বেশি এমন নাবালক টোটো চালকদের দেখা মিলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/Local News/
Juvenile Toto Drivers in Bengal: বাড়ছে নাবালক টোটো চালকদের হাতে দুর্ঘটনা-প্রাণহানি! প্রশাসনের হস্তক্ষেপের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল