২৪ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবতী দিপালী দেবনাথের সঙ্গে তাঁর দেখাশোনা করেই বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বাভাবিকভাবেই জীবন কাটছিল তাঁদের। কর্মসূত্র অমূল্য দেবনাথ থাকেন ভিনরাজ্যে। বর্তমানে তাঁদের রয়েছে একটি ২২ বছরের সন্তান। সেই সন্তানের ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। অমূল্য দেবনাথ বলেন বেশ কয়েক মাস ধরে তাঁর স্ত্রীর চলাফেরা নিয়ে সন্দেহ হচ্ছিল তাঁর।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ! মর্মান্তিক মোরবিতে বিজেপি সাংসদের গোটা পরিবার শেষ, ১২ সদস্যের মৃত্যু!
এলাকাবাসীর কাছ থেকেও বিভিন্ন ধরনের কথা শুনছিলেন তিনি। তবে বিগত এক মাসে সন্দেহ তীব্রতা আরও বেড়ে যায়। বেশ কয়েক মাস ধরেই তার স্ত্রী একাই অন্য ঘরে থাকতেন। গভীর রাতে তার নিজের ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর একই ঘরের ভেতর আপত্তিজনকভাবে দেখে ফেলেন। এরপরই অমূল্য দেবনাথ বাইরে থেকে দরজা আটকে চিৎকার চেঁচামেচি করে এলাকাবাসীকে ঘটনাস্থলে নিয়ে আসে।
আরও পড়ুন: শিক্ষা দিল গুজরাত! রাজ্যের ঝুলন্ত ব্রিজ, উড়ালপুলগুলি নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব নবান্নের
এরপরই অমূল্য দেবনাথ নিজে থেকেই কঠোর সিদ্ধান্তর কথা সকলকে জানান। কেশব দেবনাথের সঙ্গে ২৪ বছরের দাম্পত্য জীবন শেষ করে স্ত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দেন এলাকাবাসীর উপস্থিতিতে। তবে স্থানীয়দের অভিযোগ, অমূল্য দেবনাথের স্ত্রী দীপালি দেবনাথ তাঁর চরিত্র খুব একটা ভালো ছিল না। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
মৈনাক দেবনাথ