ভয়াবহ! মর্মান্তিক মোরবিতে বিজেপি সাংসদের গোটা পরিবার শেষ, ১২ সদস্যের মৃত্যু!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার পরিবারের ১২ জন সদস্য মারা গিয়েছেন।
#আহমেদাবাদ: গুজরাতের মোরবি জেলায় ব্রিজ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্রিজ থেকে নদীর জলে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে শতাধিক। এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতও বহু। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবারের এই মর্মান্তিক ঘটনায় মৃতদের মধ্যে একই পরিবারের ১২ জন রয়েছেন। রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার পরিবারের এই ১২ সদস্য।
সংবাদমাধ্যমকে বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার বলেছেন, 'আমার পরিবারের ১২ জনকে হারিয়েছি। পাঁচ শিশু রয়েছে এদের মধ্যে। আমার বোনের গোটার পরিবারটাই শেষ হয়ে গেল।' তিনি আরও জানিয়েছেন, 'এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন দ্রুত গতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন।'
আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরই ক্লান্তি ঘিরে ধরে? সাবধান না হলে বড় বিপদ হতে পারে!
রবিবার সন্ধ্যাতেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। নিখোঁজদের খোঁজে সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি৷ গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেতু বিপর্যয়ের তদন্তে হাই পাওয়ার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল৷ পাশাপাশি, যে এজেন্সি সেতু সংস্কারের কাজ করেছিল, তাঁদের বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা করেছে গুজরাত সরকার৷
advertisement
advertisement
আরও পড়ুন: শিক্ষা দিল গুজরাত! রাজ্যের ঝুলন্ত ব্রিজ, উড়ালপুলগুলি নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব নবান্নের
সেতু ভেঙে পড়ার পরই সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ৷ ব্রিটিশ আমলের এই সেতুটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল৷ সংস্কারের পর গত ২৬ অগাস্ট সেটি ফের নতুন করে উদ্বোধন করা হয়৷ যদিও সেতু ভেঙে পড়ার পরেই স্থানীয় পুরসভার অফিসার দাবি করেছেন, তাদের অনুমতি ছাড়াই সেতু খুলে দেওয়া হয়েছিল৷ কী কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 2:38 PM IST