advertisement

West Midnapore News:  হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ল ছটপুজোর অনুষ্ঠান মঞ্চ!

Last Updated:

সন্ধ্যার ঠিক মুখে সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে! মঞ্চের উপরের অংশে উপস্থিত অতিথিদের প্রায় মাথার উপর ভেঙে পড়ে মঞ্চের ছাউনি।

ভেঙে পড়ল ছট পূজা উপলক্ষে হওয়া অনুষ্ঠান মঞ্চ 
ভেঙে পড়ল ছট পূজা উপলক্ষে হওয়া অনুষ্ঠান মঞ্চ 
#পশ্চিম মেদিনীপুর: সবেমাত্র জেলাশাসক (District Magistrate) আয়েশা রানীর বক্তব্য শেষ হয়েছে, তাঁর চেয়ারে বসার আগেই হুড়মুড় করে ভেঙে পড়ল জেলা শহর মেদিনীপুরের ডিএভি (DAV Public School সংলগ্ন) কংসাবতী নদী ঘাটের অনুষ্ঠান মঞ্চ। ছট পুজো উপলক্ষে এই মঞ্চ তৈরি করা হয়েছিল। সন্ধ্যার ঠিক মুখে সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে! মঞ্চের উপরের অংশে উপস্থিত অতিথিদের প্রায় মাথার উপর ভেঙে পড়ে মঞ্চের ছাউনি। কোনও ভাবে সামাল দেওয়া হয়। পুলিশ, প্রশাসন ও আয়োজকদের তরফে বের করে আনা হয় জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়কদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অনুষ্ঠান স্থলে।
advertisement
প্রসঙ্গত, মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুল লাগোয়া কংসাবতী নদীর ঘাটে মেদিনীপুর পুরসভার উদ্যোগে আয়োজিত ছট পুজোর অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ বানানো হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎই অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে কমবেশি আহত হন দু'জন। উল্লেখ্য, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং ছট পুজো মহোৎসব জনতা সেবা সমিতির পরিচালনায় কংসাবতী নদী ঘাটে ছট পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, এমকেডিএ চেয়ারম্যান ও খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
মঞ্চে জেলাশাসক বক্তব্য রাখার পর মুহুর্তেই হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘটনা ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনায় মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান জেলাশাসক সহ অন্যান্য অতিথিরা। মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া বলেন, মঞ্চে যাঁরা ছিলেন তাঁরা সকলেই ভগবানের কৃপায় সুস্থ আছেন। কেউই জখম হননি।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News:  হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ল ছটপুজোর অনুষ্ঠান মঞ্চ!
Next Article
advertisement
Ajit Pawar Plane Crash: অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে বারামতীতে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও
অবতরণের সময়েই বিপত্তি ! অজিত পওয়ার-সহ ৫ জনকে নিয়ে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দেখুন ভিডিও
  • জরুরী অবতরণের সময়েই বিপত্তি !

  • বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

  • দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement