South 24 Parganas News : অতীতের গোপন রহস্য! কাশীনগরে নিজের বাড়িতেই প্রত্ন গবেষণা কেন্দ্র দেবীশংকরের

Last Updated:

কাশীনগরে নিজের বাড়িতেই প্রত্ন গবেষণা কেন্দ্র খুলে পথ দেখাচ্ছেন দেবীশংকর মিদ‍্যা। তাঁর প্রত্ন গবেষণা কেন্দ্রে রয়েছে কয়েকহাজার প্রত্নবস্তু।

+
দেবীশংকর

দেবীশংকর মিদ‍্যা

#রায়দিঘী: কাশীনগরে নিজের বাড়িতেই প্রত্ন গবেষণা কেন্দ্র খুলে পথ দেখাচ্ছেন দেবীশংকর মিদ‍্যা। তাঁর প্রত্ন গবেষণা কেন্দ্রে রয়েছে কয়েকহাজার প্রত্নবস্তু। সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই প্রয়াস তিনি করে করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
১৯৮৫ সালে শুরু হয়েছিল তাঁর পথ চলা। তাঁর এই প্রত্ন গবেষণা কেন্দ্রে রয়েছে একাধিক মাটির হাঁড়ি, কলসি, অসংখ‍্য মুন্ডমূর্তি, পক্ষীচঞ্চুযুক্ত নারী মূর্তি, শিশুকোলে মাতৃকা মূর্তি, উদ্ভিন্নযৌবনা যক্ষিনীমূর্তি, শিলমোহর, মুদ্রা, পাথর, হাড়-সহ একাধিক দ্রব‍্য। ২০০৮ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ রাজ‍্য সরকারের কাছে সংবর্ধিত হন তিনি।
সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকা কাশীনগরের সরবেড়িয়া গ্রামে দেবীশংকর মিদ‍্যার নিজের বাড়িতেই রয়েছে এই গবেষণা কেন্দ্র‌। স্কুলজীবন থেকে কৌতুহলবশত নিজের এলাকার ইতিহাস সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন তিনি। এরপর একাধিক প্রত্নবস্তু সংগ্রহ করতে করতে নিজের উদ‍্যোগেই বানিয়ে ফেলেন এই প্রত্ন গবেষণা কেন্দ্র। এই প্রত্ন গবেষণা কেন্দ্র থেকে উপকৃত হন অনেক গবেষকই।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরই ক্লান্তি ঘিরে ধরে? সাবধান না হলে বড় বিপদ হতে পারে!
এই প্রত্ন গবেষণা কেন্দ্র নিয়ে দেবীশংকর মিদ‍্যা জানান, সুন্দরবনের ইতিহাস অতি প্রাচীন। কিন্তু সেই সুন্দরবনের ইতিহাস খুব ভাল ভাবে লেখা হয়নি। ইতিহাসবিদদের ধারণা ছিল এখানে জঙ্গল ছিল জঙ্গল হাসিল করে এখানে মানুষজন বাস করছে। সেজন‍্য সুন্দরবনের কোনও প্রাচীনত্ব নেই।
advertisement
কিন্তু ১৯৮৫ সাল থেকে তিনি কাজ করতে গিয়ে দেখেছেন সুন্দরবনের ইতিহাস অতি প্রাচীন। জঙ্গল থাকার কারণে সুন্দরবন এখনও অনেকটা দূর্গম। সেই দুর্গম এলাকা থেকে প্রত্নবস্তু সংগ্রহ করে এনে প্রমাণ করা গিয়েছে সুন্দরবনের ইতিহাস অতি প্রাচীন। এর ইতিহাস মৌর্য যুগের আরও এক হাজার বছরের পুরানো। সেটা তাঁর গবেষণা কেন্দ্রের রাখা জিনিস দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : অতীতের গোপন রহস্য! কাশীনগরে নিজের বাড়িতেই প্রত্ন গবেষণা কেন্দ্র দেবীশংকরের
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement