আরও পড়ুন: এই গ্রামের কালীপুজোয় হাজির হত বাঘ, ২৫০ বছরের প্রাচীন অরণ্য কালী বাড়ির গা ছমছমে গল্প
নতুন প্রজন্ম এই শিল্প থেকে মুখ ফিরিয়েছে বলেই আক্ষেপ এতদিন ধরে ঐতিহ্যের প্রদীপ শিল্পকে বয়ে নিয়ে আসা শিল্পীদের। ভাটপাড়া বিধানসভার অন্তর্গত জলের ট্যাঙ্ক এলাকায় বেশ কয়েকটি পরিবার কয়েক যুগ ধরে চালিয়ে আসছেন মাটির প্রদীপ তৈরি কাজ। কাঁচা মাটিকে বিভিন্ন ছাঁচে ফেলে রং তুলি দিয়ে সাজিয়ে সেই প্রদীপ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত, কিন্তু আজ প্রদীপের নিচেই অন্ধকার। বিদেশি লাইটের চাহিদায় ঢেকেছে মাটির প্রদীপের আলো।
advertisement
আধুনিক নানা ধরনের প্রদীপের কাছে আজ অনেকটাই ম্লান পোড়া মাটির চেনা প্রদীপ। শিল্পীরা জানান, সরকারি ভাবে কোন সাহায্য মেলে না। আগের তুলনায় অর্ডারও অনেক কমে গেছে। কোনরকম পেট চালানোর জন্য কাঁচা মাটির প্রদীপ শিল্প বাঁচিয়ে রাখছেন তারা। বিদেশি লাইটের দাপাদাপি বন্ধ না হলে, আর বাঁচানো যাবে না এই শিল্পকে। প্রচুর পরিশ্রম করলেও লাভ তেমন হয় না, তাই নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে এই শিল্পের থেকে। আর এভাবেই এলইডির যুগে হয়তো হারিয়ে যাবে বাংলার আলোর উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা মাটির প্রদীপের অস্তিত্ব।
Rudra Narayan Roy