মহঃবাজার ব্লকের এই ডেউচা ব্রিজ দীর্ঘ মাসখানেকের বেশি সময় ধরে এমন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন লক্ষ্য করা যাচ্ছে। এমত অবস্থায় ওই ব্রিজের উপর থাকা রাস্তা মেরামতির কাজ শুরু করা হল মহঃবাজার থানার পুলিশের উদ্যোগে। রবিবার এই ব্রিজের উপর থাকা রাস্তা মেরামতির কাজে কর্মী নিয়োগ করা হয়। মেশিনের সাহায্যে সেই রাস্তা মেরামতির কাজ করা হচ্ছে (Road)। মূলত সাধারণ মানুষদের সমস্যা এবং যানজট রুখতে মহঃবাজার থানার পুলিশ এই উদ্যোগ নিয়েছে।
advertisement
আরও পড়ুন Mother missing: 'মা-কে খুঁজে দিন...' হন্যে হয়ে অভাবী ছেলে খুঁজে চলেছেন দিনের পর দিন
১৪ নং জাতীয় সড়কের উপর থাকা এই ব্রিজের রাস্তার পিচ উঠে যাওয়া অথবা ফাটল দেখা দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। ব্রিজের অবস্থা বেহাল থাকার দরুন এর আগে দু-দুবার ফাটল লক্ষ্য করা গিয়েছিল। আর সেই ফাটলের পরেই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর হয় মেরামতি এবং পুনরায় স্বাভাবিক হয়ে যান চলাচল। তবে সম্প্রতি আবারও ব্রিজের (Birbhum Bridge) উপর থাকা রাস্তার পিচ উঠে গিয়েছে। যে কারণে আবার নড়বড় হয়ে পড়েছে এই রাস্তা। হামেশাই যানবাহনের যন্ত্রাংশ ভেঙে পড়ার পাশাপাশি যানজট লক্ষ্য করা যাচ্ছিল। পরিস্থিতির কথা মাথায় রেখেই পুলিশ এই কাজ শুরু করেছে।
আরও পড়ুন Coronavirus| Bengal: উপসর্গহীন করোনা আক্রান্ত রোগী কারা? খোঁজার অভিনব উপায় বীরভূম জেলা প্রশাসনের
বীরভূম জেলা পুলিশের মহঃবাজার থানার পুলিশের এহেন উদ্যোগ দেখে এলাকার পার্শ্ববর্তী মানুষেরা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ। কারণ এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। সিউড়ি (Birbhum, Suri) থেকে জাতীয় সড়ক ধরে রামপুরহাট অথবা পার্শ্ববর্তী এলাকা এবং মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ করার অন্যতম মাধ্যম এই সড়ক। যাতায়াতের ক্ষেত্রে প্রতিটি যানবাহনকে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয়। যে কারণে এই ব্রিজের মেরামতি সাধারণ মানুষকে সমস্যা থেকে দূর করবে বলে মনে করা হচ্ছে।
মাধব দাস