শুধু জঙ্গল ঘুরে মন ভরছে না। চাই আরও অ্যাডভেঞ্চার, রহস্যের উন্মোচন করতে মন চায় আপনার সব সময়। তাহলে চিলাপাতার জঙ্গল বেড়াতে এসে নল রাজার গড় হয়ে উঠবে আপনাদের কেন্দ্রবিন্দু।যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না আপনি। কারণ সংস্কারের কাজ বাকি। তবে গড়ের প্রবেশ দ্বার, উঁচু পাঁচিল দেখতে পাবেন। গড় সংলগ্ন এলাকায় একটি ঝিল দেখতে পাবেন, যা ইতিহাসের ধারক, বাহক।
advertisement
আরও পড়ুনঃ লাল কাঁকড়ার লুকোচুরি, কলকাতার কাছেই ভার্জিন সমুদ্র সৈকতে ঘুরে আসুন, সঙ্গীর সঙ্গে জমবে প্রেম
ঐতিহাসিকদের মতে, নল রাজার গড় একটি প্রাচীন পুরাত্বিক স্থাপনা। জঙ্গল সাফারির সময় গাইড আপনাকে দেখাবে এই স্থানটি। চিলাপাতা এলাকাতেই রয়েছে বানিয়া নদী। শীতের দিনে এই এলাকায় পিকনিক হয়। চিলাপাতা জঙ্গল সাফারি পয়েন্ট থেকে ৭০০ মিটার দূরেই রয়েছে এই নদী। দু’দিকে জলদাপাড়ার জঙ্গল, আর তার মাঝ বরাবর বয়ে গিয়েছে বানিয়া নদী। বিকেল হলেই এই নদীতে জল খেতে আসে গন্ডার, হাতি, বাইসন-সহ অন্যান্য বন্যজন্তুরা।
আরও পড়ুনঃ মেদিনীপুরবাসীদের জন্য সুবর্ণ সুযোগ! মোটা মাইনে, অনেক শূন্যপদে নিয়োগ! আজই আবেদন করুন
সন্ধ্যাবেলায় চিলাপাতা পয়েন্টর সামনে উপভোগ করতে পারবেন রাভা বস্তির মহিলাদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান। তাঁদের হাতের খাবার খাওয়ার সুযোগ পাবেন। বন্যপ্রাণীদের আরও কাছ থেকে দেখতে হলে চিলাপাতা থেকে দেড় কিলোমিটার পথ পেরিয়ে আসতে হবে কোদালবস্তিতে। এখানে সিসি লাইন থেকে দেখা যাবে কাছ থেকে বন্য প্রাণীদের।





