TRENDING:

Health Tips: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি পিছু ছাড়ছে না! চিকিৎসকরা বলছেন, এই খাবার ও অভ্যাসেই মিলবে সমাধান

Last Updated:
Health Tips: আসলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব ও পর্যাপ্ত বিশ্রাম না হলে এই সমস্যা আরও বেড়ে যায়।
advertisement
1/6
অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি পিছু ছাড়ছে না!চিকিৎসকরা বলছেন,এই খাবার-অভ্যাসেই মিলবে সমাধান
অতিরিক্ত কাজের চাপ, মানসিক টেনশন ও অনিয়মিত জীবনযাপনের কারণে আজকাল অনেকেরই সারাদিন ক্লান্তি আর ঘুমঘুম ভাব লেগে থাকে। একটু কাজ করলেই শরীর অবসন্ন হয়ে পড়ে, মনও ঠিকমতো কাজে বসতে চায় না। আসলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব ও পর্যাপ্ত বিশ্রাম না হলে এই সমস্যা আরও বেড়ে যায়।
advertisement
2/6
সারাদিন চনমনে থাকতে হলে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। শরীর ও মস্তিষ্ককে রিচার্জ করতে ঘুমের বিকল্প নেই। পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে, যেগুলি নিয়মিত ডায়েটে রাখলে ক্লান্তি দূর করা সহজ হয় এবং শরীর পায় বাড়তি শক্তি।
advertisement
3/6
পুষ্টিবিদ কেকা মন্ডল জানান, ক্লান্তি কাটাতে অন্যতম কার্যকর ফল হল পাকা কলা। কলায় থাকা প্রাকৃতিক শর্করা, পটাশিয়াম ও ভিটামিন শরীরে দ্রুত এনার্জি জোগায়। প্রতিদিন একটি বা দুটি পাকা কলা খেলে সারাদিন কাজের মাঝেও শরীর থাকে ফুরফুরে ও সক্রিয়।
advertisement
4/6
মিষ্টি আলুও শক্তি বাড়ানোর ক্ষেত্রে দারুণ উপকারী। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার ও পটাশিয়াম রয়েছে, যা দীর্ঘ সময় ধরে শরীরে এনার্জি ধরে রাখতে সাহায্য করে। তাই ক্লান্তি দূর করতে নিয়মিত খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখলে ভাল ফল পাওয়া যায়।
advertisement
5/6
এছাড়াও আমন্ড বা কাঠবাদাম শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর। যদিও এর দাম কিছুটা বেশি, তবে এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও প্রোটিন শরীরকে শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। প্রতিদিন অল্প পরিমাণ আমন্ড খেলে শরীরের এনার্জি লেভেল অনেকটাই উন্নত হয়।
advertisement
6/6
খাবারের পাশাপাশি শরীর হাইড্রেটেড রাখা ও সময়মতো ঘুমোনোও ভীষণ জরুরি। পর্যাপ্ত জল না খেলে শরীর ম্যাজ ম্যাজ করে এবং ক্লান্তি বাড়ে। আর প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে গেলে ঘুমের গুণগত মান ভাল হয়, ফলে ঘাড়, হাত-পা ব্যথা ও অতিরিক্ত ক্লান্তির সমস্যাও ধীরে ধীরে কমে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি পিছু ছাড়ছে না! চিকিৎসকরা বলছেন, এই খাবার ও অভ্যাসেই মিলবে সমাধান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল