Wisdom Tooth Pain: শীতের দিনে আক্কেল দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? রইল ডাক্তারের সহজ পরামর্শ, আরাম পাবেন নিমেষে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Wisdom Tooth Pain: আক্কেল দাঁতের যন্ত্রণায় কত শত কাতর হয়ে পড়েন। এমনকী বহু রাত জেগে কাটাতে হয়। কীভাবে সহজে এই ব্যথা কমানোর উপায় কী? রইল ডাক্তারের পরামর্শ...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নুন জলেই সমাধান-- নুন জল অবশ্যই ব্যবহার করতে পারেন। ২০১৭ সালের একটি গবেষণা জানাচ্ছে, নুন জল পারে ব্যাকটেরিয়া দূর করতে। ফলে এই জলে কুলকুচি করা ভীষণই কার্যকরী। কিছু সময় ব্যাকটেরিয়া ভিড় বাড়ায় আক্কেল দাঁতের মাঝে। ইনফেকশনের আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে নুন জল সমস্যার সমাধান করতে পারে। তাই চিন্তার কিছু নেই।
advertisement
advertisement
টি ব্যাগ-- টি ব্যাগ ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লামেশন গুণ রয়েছে। ফলে ব্যাকটেরিয়া মরে যায়। এমনকী মাড়ির ফোলাও কমে। পেঁয়াজ খেতে পারেন-- দেখা গিয়েছে পেঁয়াজে রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ। এই কারণে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সহজেই লড়াই জেতা যায়। তাই পেঁয়াজও আক্কেল দাঁতের ব্যথা কমাতে সিদ্ধহস্ত।







